দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৪৫

গিগাবাইট নিয়ে এলো অরাস এলিট সিরিজের নতুন পাওয়ার সাপ্লাই।

প্রিমিয়াম গেমিং হার্ডওয়্যার তৈরির ক্ষেত্রে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গিগাবাইট টেকনোলজি কোম্পানি লিমিটেড ঘোষণা দিয়েছে নতুন অরাস এলিট সিরিজের পাওয়ার সাপ্লাই বাজারে আনার। এই সিরিজের পাওয়ার সাপ্লাইগুলো বাংলাদেশের পেশাজীবী গেমারদের জন্য উন্নত সুবিধা প্রদান করবে, যাতে রয়েছে ১২০ মিলিমিটার ফ্লুইড ডায়নামিক বেয়ারিং (এফডিবি) স্মার্ট সাইলেন্ট ফ্যান ও অরাসের বিশেষ ম্যাগনেটিক প্লেট।

 

নতুন সিরিজের মডেলগুলো হল:

– অরাস এলিট পি১০০০ডব্লিউ৮০+ প্লাটিনাম মডুলার পিসিআইই ৫.০ (ব্ল্যাক)

– অরাস এলিট পি৮৫০ডব্লিউ৮০+ প্লাটিনাম মডুলার পিসিআইই ৫.০ (ব্ল্যাক)

– অরাস এলিট পি১০০০ডব্লিউ৮০+ প্লাটিনাম মডুলার পিসিআইই ৫.০ আইসিই (হোয়াইট)

 

এই পাওয়ার সাপ্লাইগুলি সর্বাধুনিক গ্রাফিক্স কার্ডের জন্য উপযুক্ত এবং ইনটেল এটিএক্স ৩.০ ও পিসিএলই জেন ৫.০ স্ট্যান্ডার্ডে কাজ করে। ১৬-পিন ক্যাবলের মাধ্যমে পিসিএলই জেন ৫.০ গ্রাফিক্স কার্ডে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এই সিরিজের পাওয়ার সাপ্লাই ৬০০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।

 

গিগাবাইটের বিশেষজ্ঞরা ১৪০ মিলিমিটার পর্যন্ত ছোট আকারের পাওয়ার সাপ্লাই তৈরি করেছেন এবং এতে ব্যবহৃত হয়েছে হাই-পারফরম্যান্স এফডিবি ফ্যান, যা কম নয়েজ ও দীর্ঘস্থায়ী কার্যকারিতা নিশ্চিত করে। ফ্যানটি স্বয়ংক্রিয়ভাবে গতি সমন্বয় করে এবং লো-লোডের সময়ে নিজে থেকেই বন্ধ হয়ে যায়।

 

পাওয়ার সাপ্লাইয়ে ব্যবহৃত অরাস ম্যাগনেটিক প্লেট ৮০ প্লাস প্লাটিনাম সনদপ্রাপ্ত, যা ৯২ শতাংশ পর্যন্ত এফিসিয়েন্সি রেটিং অর্জন করেছে। এতে ব্যবহৃত হয়েছে উচ্চমানসম্পন্ন জাপানি ক্যাপাসিটর, যা উচ্চ তাপমাত্রা ও ওয়ার্কলোডে স্থিতিশীল কার্যকারিতা নিশ্চিত করে। পাওয়ার সাপ্লাই দুটি অপশনে পাওয়া যাবে: ৮৫০ ওয়াট ও ১,০০০ ওয়াট, সাদা বা কালো রঙে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট