দ্যা নিউ ভিশন

মার্চ ৩১, ২০২৫ ১৫:৩১

আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

একই আইফোনে একসঙ্গে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে | রয়টার্স

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে অনেক আইফোন ব্যবহারকারী ভিন্ন ভিন্ন ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেন। ফলে গুরুত্বপূর্ণ কোনো তথ্য এলে সময়মতো তা জানা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে এবার একই আইফোনে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েডের পাশাপাশি এবার একই আইফোনে একাধিক ফোন নম্বর ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। মাল্টি-অ্যাকাউন্ট ফিচারের আওতায় চালু হতে যাওয়া এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা একই আইফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। বর্তমানে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক আইফোন বা ম্যাক কম্পিউটারে ব্যবহার করা যায়।

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, হোয়াটসঅ্যাপ সম্প্রতি তাদের আইওএস ২৫.২.১০.৭০ বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর নতুন সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে। সুবিধাটি চালু হলে আইফোনে ই–সিম ব্যবহারকারীরা বিশেষ সুবিধা পাবেন। ফলে পেশাগত ও ব্যক্তিগত নম্বর একই আইফোনে ব্যবহারের সুযোগ মিলবে। প্রাথমিক পর্যায়ে নতুন অ্যাকাউন্ট ব্যবহারের জন্য অ্যাপটি ম্যানুয়ালি রিস্টার্ট করতে হতে পারে।

বর্তমানে অনেক আইফোন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করে তাঁদের দ্বিতীয় ফোন নম্বর ব্যবহার করেন। নতুন এ সুবিধা চালু হলে কোনো বিকল্প পদ্ধতির প্রয়োজন পড়বে না এবং এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর সমাধান নিয়ে আসবে।

সূত্র: বিজিআর ডটকম

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী