দ্যা নিউ ভিশন

মার্চ ৩১, ২০২৫ ১৫:৩১

আজ সন্ধ্যার আকাশে দেখা যাবে গ্রহের মেলা, থাকবে শনিবার পর্যন্ত

বিস্ময়কর মহাকাশের দারুণ এক ঘটনা দেখার সুযোগ মিলবে পৃথিবী থেকে। বিরল এ মহাজাগতিক ঘটনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে একই সঙ্গে দেখা যাবে ছয়টি গ্রহ। সূর্যাস্তের ৪৫ মিনিট পর থেকে আকাশে গ্রহের এ মেলা দেখা যাবে।

সন্ধ্যার আকাশে ছয়টি গ্রহ সারিবদ্ধভাবে দেখা যাবে। শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহ—সূর্য অস্ত যাওয়ার পর খালি চোখে দেখার সুযোগ মিললেও ইউরেনাস ও নেপচুন গ্রহ দেখতে প্রয়োজন হবে টেলিস্কোপ। ২৫ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ থেকেই দেখা যাবে এই গ্রহ মেলা।

শুক্র ও শনি গ্রহ আকাশের দক্ষিণ-পশ্চিমে বেশ আলোকিত অবস্থায় দেখা যাবে। বৃহস্পতি গ্রহ দক্ষিণ-পূর্ব আকাশে অবস্থান করলেও মঙ্গল গ্রহ থাকবে পূর্ব আকাশে। এসব গ্রহ প্রায় তিন ঘণ্টা পর্যন্ত দেখা যাবে। গ্রহগুলোর মধ্যে শুক্র সবচেয়ে বেশি দৃশ্যমান ও উজ্জ্বলভাবে দেখা যাবে। লাল রঙের কারণে মঙ্গল গ্রহকে মনে হবে জ্বলন্ত বাল্ব। পশ্চিম আকাশে একটি ক্ষুদ্র বিন্দুর মতো শনি গ্রহকে দেখা যাবে। তবে দূরত্বের কারণে ইউরেনাস ও নেপচুন গ্রহকে ছোট আকারের উজ্জ্বল বিন্দু মনে হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী