দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৩৮

হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা বিসিবির

চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশে কোচিংয়ের দ্বিতীয় অধ্যায় শেষ

কারণ দর্শানোর নোটিশ আর সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানিয়ে সঙ্গে সঙ্গেই নতুন কোচের নাম ঘোষণা করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তখনই স্পষ্ট ছিল, চন্ডিকা হাথুরুসিংহেকে বিদায় করার সিদ্ধান্তটা চূড়ান্ত। আজ জরুরি সভার মাধ্যমে সারা হয়েছে বাকি আনুষ্ঠানিকতা। মেয়াদের পাঁচ মাস বাকি থাকতেই শ্রীলঙ্কান কোচের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার ঢাকায় পৌঁছে সেদিনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের সঙ্গে দেখাও করেছেন সিমন্স।

আজ সন্ধ্যায় বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসদাচরণ ও চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে ১৫ অক্টোবর বোর্ড হাথুরুসিংহেকে যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল, পরদিন সেটির জবাব পাওয়া গেছে। আজ বোর্ডের জরুরি সভায় হাথুরুসিংহের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ এবং ‘অগ্রহণযোগ্য’ বিবেচিত হওয়ায় তাৎক্ষণিকভাবে চুক্তি বাতিল করা হয়েছে।

ফিল সিমন্সকে আপাতত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

সিমন্সের অধীন বাংলাদেশ দলের প্রথম সিরিজ শুরু হচ্ছে ২১ অক্টোবর মিরপুরে।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট