দ্যা নিউ ভিশন

রতন টাটার মৃত্যুতে ‘রত্ন’ হারাল ভারত, টেন্ডুলকার–রোহিতদের শোক

রতন টাটার সঙ্গে শচীন টেন্ডুলকার

ভারতের বিশ্ববিখ্যাত শিল্পপতিদের একজন রতন টাটা। তিনি ছিলেন দেশটির অন্যতম বড় শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ৮৬ বছর বয়সে তিনি মারা যান।

‘লবণ থেকে সফটওয়্যার’—সবই আছে টাটা গ্রুপের শিল্পে। ভারতীয় ক্রিকেটের সঙ্গেও জড়িয়ে আছে টাটা গ্রুপের নাম। ১৯৯৬ সালে টাইটান কাপ দিয়ে যে পথচলার শুরু হয়। টাইটান কাপের মূল স্পনসরশিপ ছিল টাটা গ্রুপের।

ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় শচীন টেন্ডুলকারের ভারত। তবে নব্বই দশকের শেষ দিকে ফিক্সিং বিতর্ক শুরুর পর ভারতীয় ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেন রতন টাটার নেতৃত্বাধীন টাটা গ্রুপ।

টাটা গ্রুপ এরপর ভারতের ক্রিকেটে বিনিয়োগ করে বিপদের সময়ে। রাজনৈতিক বৈরিতার কারণে ২০২০ সালে আইপিএলের টাইটেল স্পনসর থেকে চীনা কোম্পানি ভিভো নিজেদের সরিয়ে নিলে স্পনসরের দায়িত্ব নেয় টাটা।

তখন আইপিএলের সঙ্গে চার বছরের জন্য ২৫০০ কোটি রুপির চুক্তি হয় কোম্পানিটির। অর্থের হিসাবে যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। আইপিএলে সাফল্যের পর উইমেন্স প্রিমিয়ার লিগও শুরু করে বিসিসিআই। ২০২৭ সাল পর্যন্ত এই টুর্নামেন্টেরও টাইটেল স্পনসর টাটা গ্রুপ।

ব্যক্তিগতভাবে অনেক ক্রিকেটারের সঙ্গে দারুণ সখ্য ছিল রতন টাটার। সে কারণে তাঁর মৃত্যুতে ভারতের ক্রিকেটারদের মধ্যেই শোকের ছায়া নেমেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁকে নিয়ে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘জীবন ও মৃত্যুতে মি. রতন টাটা পুরো জাতিকে আন্দোলিত করে গেছেন। তাঁর সঙ্গে সময় কাটাতে পেরে আমি ভাগ্যবান। যাঁরা তাঁর সঙ্গে কখনো সাক্ষাৎ করতে পারেননি, তাঁরা আজ আমি যতটা আক্ষেপে ভুগছি, ততটাই আক্ষেপে ভুগছেন। তাঁর প্রভাব ছিল এতটাই।’

ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা এক্সে লিখেছেন, ‘মানুষটির হৃদয় যেন সোনা দিয়ে মোড়ানো। স্যার, বাকিদের ভালো রাখতে সত্যিকার অর্থেই নিজের জীবন কাটিয়ে দেওয়ার জন্য আপনাকে চিরকাল মনে রাখা হবে।’

ভারতের আরেক কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ এক্সে লিখেছেন, ‘আমরা ভারতের সত্যিকার এক রত্ন হারিয়েছি, শ্রী রতন টাটাজি। তাঁর জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণার, তিনি আমার হৃদয়ে বেঁচে থাকবেন।’

ভারতের সাবেক উইকেটকিপার দীনেশ কার্তিক লিখেছেন, ‘শান্তিতে ঘুমান, ভারতের আইকন। অনেকের রোল মডেল, পুরো জাতির অনুপ্রেরণা। মি. রতন টাটা আপনার উত্তরাধিকার চিরকাল টিকে থাকবে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ