আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জয় কোনটি? এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়। বড় জয়ের তকমা কোনো একটি নির্দিষ্ট জয়কে দেওয়া কঠিন, কারণ সংখ্যা দিয়ে সবকিছু বিচার করা যায় না। অনেক সময় মাঠের বাইরের ঘটনাও একটি জয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। তবে যদি খেলা শুধু মাঠের পারফরম্যান্স দিয়ে বিচার করা হয়, তাহলে সবচেয়ে বড় জয় কোনটি? রান বা উইকেট কী বলছে?
এই প্রশ্নের কারণ হলো, সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশ ১০ উইকেটে জয় পেয়েছে, যা সাদা পোশাকের ক্রিকেটে তাদের প্রথম। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথম নয়। অন্যান্য দুই সংস্করণেও ১০ উইকেটে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। ১৯৮৬ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাংলাদেশ এই তিনটি ১০ উইকেটের জয়ই পেয়েছে গত দেড় বছরে।
এই জয়ের শুরুটা হয় ওয়ানডে ক্রিকেট দিয়ে। গত বছরের মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ১০২ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ ১০ উইকেটে ম্যাচ জেতে। সেই ম্যাচে তামিম ইকবাল ৪১ ও লিটন দাস ৫০ রানে অপরাজিত ছিলেন।
টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জয় আসে এই বছরের মে মাসে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ১০ উইকেটে জয় পায়। সেই ম্যাচে সৌম্য সরকার ও তানজিদ হাসান ওপেনিং জুটি গড়েছিলেন। যদিও প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে গিয়েছিল।
পাঁচ দিনের খেলায় ইনিংস ব্যবধানে জয়কে সবচেয়ে বড় জয় হিসেবে দেখা হয়। ২০০০ সাল থেকে টেস্ট খেলা বাংলাদেশ প্রথমবার ইনিংস ব্যবধানে জেতে ২০১৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুরে সেই ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারায়। এরপর, ২০২০ সালে একই মাঠে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে আবার ইনিংস ব্যবধানে জয় পায়।
ইনিংস ব্যবধানে পাওয়া জয় বাদ দিলেও বাংলাদেশের বড় জয়ের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানে জয়। এটি টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয় এবং এই শতাব্দীর সবচেয়ে বড় জয়। রানের হিসাবে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের তালিকায় পরের চারটিই জিম্বাবুয়ের বিপক্ষে।
ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০২৩ সালের মার্চে সিলেটে ১৮৩ রানে জয়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ৯ উইকেটে জিতেছে ৮টি ম্যাচে, যার মধ্যে ৬টি ওয়ানডেতে এবং ২টি টি-টোয়েন্টিতে। টি-টোয়েন্টিতে রানের হিসাবে সবচেয়ে বড় জয়টি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানে জয়।