দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৪১

ব্রাজিল দলে ‘মড়ার উপর চোটের ঘা’

কাঁধের চোটের পড়েছেন ভিনিসিয়ুস

‘মড়ার উপর খাঁড়ার ঘা’ নয়, মড়ার উপর চোটের ঘা—ব্রাজিল ফুটবল দলের বর্তমান অবস্থা সম্ভবত এমনই। এমনিতেই দলটির মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই। এর সঙ্গে যোগ হয়েছে চোটের ঘা। ব্রাজিলের জন্য সর্বশেষ বড় দুঃসংবাদ চোট পেয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে ভিনিসিয়ুস জুনিয়রের ছিটকে যাওয়া।

শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২–০ গোলে জয়ের রাতে চোটে পড়েন ভিনিসিয়ুস। ম্যাচের ৭৩ মিনিটে গোল করা ভিনিসিয়ুস ৭৯ মিনিটে মাঠ ছাড়েন ঘাড়ে অস্বস্তি নিয়ে। পরীক্ষা–নিরীক্ষার পর ভিনিসিয়ুসের ‘সার্ভিক্যাল’ চোট ধরা পড়ে। এই চোটে আপাতত কয়েক দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। রিয়ালের হয়ে খেলতে গিয়ে চোট পেলেও তাতে ক্ষতিটা হবে ভিনির জাতীয় দল ব্রাজিলের।

বর্তমানে আন্তর্জাতিক বিরতির কারণে ক্লাব ফুটবলের খেলা নেই। খেলোয়াড়দের অনেকে এরই মধ্যে যোগ দিয়েছেন জাতীয় দলে। ব্রাজিলও এখন প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১১ অক্টোবর সকাল ছয়টায় চিলির মুখোমুখি হবে দরিভাল জুনিয়রের দল।

ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে পেরুর বিপক্ষে। কিন্তু গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচে দলের অন্যতম সেরা তারকাকেই পাচ্ছে না দলটি। ভিনিসিয়ুসের পরিবর্তে এরই মধ্যে দলে ডাক পেয়েছেন ফুলহাম তারকা আন্দ্রেস পেরেইরা। কিন্তু পেরেইরাকে দিয়ে ভিনিসিয়ুসের অভাব ঘুচবে কি না, সে শঙ্কা থেকেই গেছে।

ব্রাজিলের হয়ে চোটের তালিকায় ভিনিসিয়ুসই একমাত্র তারকা নন। দলের সবচেয়ে বড় তারকা নেইমার চোট নিয়ে বাইরে আছেন প্রায় এক বছর ধরে। আর সাম্প্রতিক সময়ের বিশ্বকাপ বাছাইয়ের ঘোষিত দল থেকেই চোট নিয়ে ছিটকে গেছেন আরও চারজন। তাঁরা হলেন আলিসন বেকার, এদের মিলিতাও, ব্রেমার এবং গিলের্মো আরানা।

লিভারপুলের হয়ে খেলার সময় চোটে পড়েন গোলরক্ষক আলিসন। পরে তাঁর বিকল্প হিসেবে ব্রাজিল দলে ডেকেছে পালমেরাইসের ওয়েভেরতনকে। এরপর মিলিতাও ছিটকে গেছে বাঁ ঊরুতে ব্যথার কারণে। তাঁর পরিবর্তে ডাকা হয়েছে ফ্ল্যামেঙ্গোর ফাবরিসিও ব্রুনোকে। এ ছাড়া ব্রেমার ও আরানার বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন পিএসজি বেরালদো এবং বোটাফোগোর অ্যালেক্স তেলেস।

বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকার পয়েন্ট তালিকায় ব্রাজিলের বর্তমান অবস্থা অবশ্য খুব একটা ভালো নয়। বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে ৫ নম্বরে আছে দলটি। ৮ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে তারা। সর্বশেষ তারা হেরেছে প্যারাগুয়ের বিপক্ষে। এখন কঠিন এ সময়ে ভাঙাচোরা দল নিয়ে ব্রাজিল কত দূর এগোতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট