দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৩৫

‘ভারতের জন্য বাংলাদেশ ছিল অ্যাপিটাইজার’—বললেন বাসিত আলী

বাংলাদেশের আরও একটি উইকেটের পতন

পাকিস্তানকে তাদের মাটিতে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করার সুখস্মৃতি নিয়ে ভারত সফরে গেছে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের সেই আনন্দের স্মৃতি মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি নাজমুল হোসেনদের। ভারতে প্রথম টেস্টে বড় হারের পর বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। গতকাল তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শুরুটাও হয়েছে বড় হার দিয়ে।

গোয়ালিয়রে গতকাল টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৯.৫ ওভারে অলআউট হয়েছে ১২৭ রানে। ১১.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বাংলাদেশের বিপক্ষে ভারত মূলত তাদের দ্বিতীয় সারির দলই খেলিয়েছে। এরপরও এমন দাপুটে জয়ের পর ভারতের প্রশংসায় মেতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

গোয়ালিয়রে বাংলাদেশ–ভারত প্রথম টি–টোয়েন্টি শেষে বাসিত আলী ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘ভারত তাদের আধিপত্য দিয়ে ক্রিকেটটা বদলে দিয়েছে। তাদের জন্য বাংলাদেশ ছিল শুধু একটা অ্যাপিটাইজার (মূল খাবারের আগে রুচি বাড়াতে যে হালকা খাবার পরিবেশন করা হয়)।’

সূর্যকুমার যাদবের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া ছাড়া আর কোনো বড় নাম বাংলাদেশের বিপক্ষে খেলা ভারত দলে ছিল না। জুনে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের মাত্র তিনজন ছিলেন একাদশে। যে কারণে বাংলাদেশের বিপক্ষে খেলা দলটিকে বাসিত আলী ভারত দলও বলতে চান না, ‘এটা আইপিএল একাদশ, ভারত দল নয়। (যশস্বী) জয়সোয়াল, (শুবমান) গিল, অক্ষর প্যাটেল, ঋষভ পন্ত, (শ্রেয়াস) আইয়ার নেই। (রবি) বিষ্ণয় খেলেনি। এরপরও তাদের (বাংলাদেশ) তারা ১১ ওভারের চেয়ে একটু বেশিতে হারিয়ে দিয়েছে।’

বাসিত আলী এরপর যোগ করেন, ‘এটা কি সেই একই বাংলাদেশ দল, যারা পাকিস্তানকে ধবলধোলাই করেছিল? ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে তো আপনারা দেখেছেনই। তারা প্রথমটি হারল এবং এরপর (দ্বিতীয় টেস্টে) কার্যত দুই দিনে হেরেছে। এমনকি বৃষ্টিও তাদের বাঁচাতে পারেনি।’

বাংলাদেশ–ভারত সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ৯ অক্টোবর দিল্লিতে।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট