দ্যা নিউ ভিশন

এপ্রিল ১১, ২০২৫ ১১:১৫

ভারতের বিষ্ণয় নাকি বাংলাদেশের রিশাদ—গোয়ালিয়রে আজ কার দিন

রবি বিষ্ণয় ও রিশাদ হোসেন

রবি বিষ্ণয় ও রিশাদ হোসেন—যাঁর যাঁর দলে তাঁরা দুজনই এখন অনেকটাই প্রতিষ্ঠিত। যুজবেন্দ্র চাহাল দল থেকে বাদ পড়ার পর বিষ্ণয় ভারতের প্রথম পছন্দের লেগ স্পিনার। সর্বশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজে প্রতিটি ম্যাচ খেলেছেন।

অন্যদিকে বাংলাদেশের রিশাদের গল্পটা তো সবার জানা। কীভাবে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ না পাওয়া রিশাদ এখন দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। গোয়ালিয়রে বাংলাদেশ–ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন এই দুই লেগ স্পিনার।

গোয়ালিয়রের উইকেট দুই দলের জন্যই অচেনা। আজ সন্ধ্যায় বাংলাদেশ-ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে এ মাঠের। তবে গত ১২ মাসে ভারতের মাটিতে সন্ধ্যায় বা রাতে শুরু হওয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করা দলগুলো গড়ে ১৯০–এর বেশি রান তুলেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী