দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৩:৪২

ইতিহাস গড়ার পর কোচ জয়াসুরিয়াতেই আস্থা শ্রীলঙ্কার

স্থায়ীভাবে শ্রীলঙ্কা কোচের দায়িত্ব পেতে চলেছেন সনাৎ জয়াসুরিয়া

টি–টোয়েন্টি ক্রিকেটে আবির্ভাবের আগেই টি–টোয়েন্টির ঢংয়ে ব্যাটিং করতেন তিনি। ওয়ানডেতে উইকেট ধরে রাখতে শুরুতে দেখেশুনে খেলার যে ধারা ছিল নব্বইয়ের দশকে, সেটি ভেঙে দেওয়ার পেছনে অন্যতম কারিগরও। মাতারা নামের শ্রীলঙ্কার প্রান্তিক এক অঞ্চল থেকে উঠে এসে আক্রমণাত্মক ব্যাটিংয়ে পরিচিত হয়ে উঠেছিলেন বলে তাঁকে বলা হতো ‘মাতারা হারিকেন’।

তবে ক্রিকেটার হিসেবে নন্দিত সনাৎ জয়াসুরিয়ার পরবর্তী কার্যক্রম অনেক ক্ষেত্রেই ছিল নিন্দিত। নির্বাচক থাকা অবস্থায় মন্ত্রীর ছেলেকে দলে ডাকা, দল নির্বাচনে পক্ষপাতিত্ব, দুর্নীতি বিষয়ে তদন্ত কমিটিকে সহযোগিতা না করায় ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় বেশ সমালোচনার মধ্যেই ছিলেন। সেই জয়াসুরিয়া এবার শ্রীলঙ্কার ক্রিকেটে আবির্ভূত ত্রাতা হিসেবে। মিলছে আরেকটি নন্দিত অধ্যায়ের আভাস।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট