দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৩৮

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শারজায়

আফগানিস্তানের বিপক্ষে শারজায় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ–আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজের সূচিটি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আয়োজক আফগানিস্তান হলেও সিরিজটি খেলা হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের শারজায়। নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পথে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি খেলবে।’ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে এ বছরের নভেম্বরে।

আফগানিস্তানের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডেটি খেলা হবে ৬ নভেম্বর। দুই দিন বিরতি দিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে ৯ নভেম্বর। আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ১১ নভেম্বর।

এর আগে সিরিজটি হওয়ার কথা ছিল গত জুলাইয়ে। সে সময় আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজই খেলার কথা ছিল বাংলাদেশের। ৩টি ওয়ানডের সঙ্গে ছিল ৩ টি–টোয়েন্টি ও ২টি টেস্টও। তবে দুই বোর্ডের সম্মতিতে স্থগিত করা হয় ওয়ানডে সিরিজটি। তখন জানানো হয়েছিল, সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করা হবে।

বাংলাদেশ–আফগানিস্তান ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে ৬ নভেম্বর
দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর
তৃতীয় ওয়ানডে ১১ নভেম্বর

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট