দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১৩:২৯

কানপুরে সাকিবকে সংবর্ধনা দিতে চায় ইউপি ক্রিকেট

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান

কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হতে যাচ্ছে বিদেশের মাটিতে সাকিব আল হাসানের শেষ টেস্ট। দেশের বাইরে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ রাঙাতে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার শ্রীবাস্তব কাল সাকিবের অবসরের ঘোষণা জানার পর সিরিজ কাভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের এ কথা জানান।

অরবিন্দ কুমার বলেন, ‘আমি এ বিষয়টি নিয়ে সবার সঙ্গে কথা বলব। আমরা অবশ্যই তাকে কানপুরে ভালোভাবে বিদায় দেওয়ার চেষ্টা করব।’ পরে যোগ করেন, ‘আমরা দেখব, এর আগে আমরা কীভাবে এ ধরনের বিদায়ী সংবর্ধনা দিয়েছি। সেগুলো দেখে আমরা একটা সিদ্ধান্ত নেব, কীভাবে করা যায়।’

সাকিবকে সংবর্ধনা দিতে পারলে উত্তর প্রদেশ ক্রিকেটও সম্মানিত বোধ করবে বলে জানান অরবিন্দ কুমার শ্রীবাস্তব, ‘সে অনেক বড় ক্রিকেটার, অনেক জনপ্রিয়। আমরা খুবই খুশি যে বাংলাদেশ দল প্রথমবারের মতো এখানে খেলতে এসেছে। সাকিব আল হাসানও এখানে এসেছে। এটা আসলে আমাদের জন্যও সম্মানের বিষয়।’

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট