ভারতের ক্রিকেট ইতিহাসের অনেক স্বর্ণালি মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের নাম। চেন্নাইয়ের এ মাঠেই ১৯৫২ সালে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ভারত। একই মাঠে আজ বাংলাদেশকে হারিয়ে সিরিজের প্রথম টেস্টে আরেকটি মাইলফলক স্পর্শ করেছে ভারতের ক্রিকেট। টেস্ট অভিষেকের ৯২তম বছর আর ৫৮০ টেস্টে এসে এই প্রথম হারের তুলনায় জয়ের সংখ্যা বাড়িয়ে নিতে পেরেছে ভারত।
টেস্ট খেলা শুরুর পর আর কোনো দলেরই জয়ের সংখ্যায় এগিয়ে যেতে এত বেশি সময় এবং ম্যাচের দরকার হয়নি। অবশ্য বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাসহ কয়েকটি দল এখনো জয়ের তুলনায় হারের সংখ্যাকে ছাপিয়ে যেতে পারেনি, জেতার চেয়ে হেরেছে বেশি।
১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া–ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচটিতে ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। টেস্টের প্রায় দেড় শ বছরের ইতিহাসে আর কোনো দলই নিজেদের প্রথম টেস্টে জিততে পারেনি। অস্ট্রেলিয়া বাদে প্রথম টেস্ট জিততে সবচেয়ে কম অপেক্ষা করতে হয়েছে আফগানিস্তানকে।
২০১৮ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলা আফগানিস্তান পরের বছরের মার্চে আরেক নবাগত টেস্ট দল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে ৭ উইকেটে জিতেছিল। আর হারের তুলনায় জয়ের সংখ্যা এগিয়ে নিতে পেরেছে একই বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে। প্রথম তিন টেস্ট শেষেই আফগানিস্তানের জয়ের সংখ্যা হয়ে যায় ২, হার ১। পাঁচ বছর পর এসে আফগানদের জয়ের চেয়ে হারের সংখ্যাই অবশ্য বেশি (৩ ও ৬)।
ভারত নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছিল ১৯৩২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। লর্ডসের ম্যাচটিতে ১৫৮ রানে হারে ভারত। ব্রিটিশ উপনিবেশের অধীনে থাকা ভারত স্বাধীন হওয়ার আগপর্যন্ত কখনোই অবশ্য জিততে পারেনি। প্রথম জয় আসে ২৫তম ম্যাচে, ১৯৫২ সালে। তখনকার মাদ্রাজ ক্রিকেট গ্রাউন্ডে, বর্তমানের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়েছিল ভারত।
তারও ৭৪ বছর পর আজ জয়–হারের অনুপাতে জয়ের সংখ্যায় এগিয়েছে ভারত। ৫৮০ ম্যাচ খেলে ভারতের জয় ১৭৯ ম্যাচে, হার ১৭৮টিতে। ড্রয়ের সংখ্যা ২২২, আর টাই ১টি।