দ্যা নিউ ভিশন

অনূর্ধ্ব-২০ দলে খেলোয়াড় বাদ দেওয়াকে কেন্দ্র করে কিংস ও মারুফুলের মধ্যে উত্তেজনা

মারুফুল হক। ছবি সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নিতে যাচ্ছে। ২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই বাছাইপর্বে বাংলাদেশকে গ্রুপ ‘এ’-তে মোকাবিলা করতে হবে ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়ামের বিপক্ষে। নেপালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতার পর এটি বাংলাদেশের যুবাদের জন্য একটি বড় পরীক্ষা।

ভিয়েতনামে যাওয়ার আগে কোচ মারুফুল হকের অধীনে বুয়েট মাঠে চলছে দলের প্রস্তুতি। তবে এই অনুশীলনেই খেলোয়াড় ছাড়া নিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে কোচ মারুফুলের মতবিরোধ সৃষ্টি হয়েছে।

বাছাইপর্বের জন্য কিংসের ৬ জন খেলোয়াড় দলে থাকলেও চোট ও অন্যান্য কারণে ক্লাব থেকে পাঠানো হয়েছে মাত্র ২ জন খেলোয়াড়। এতে কোচ মারুফুল অসন্তুষ্ট হন এবং কিংসের সব খেলোয়াড়কে না পাওয়ায় ওই দুই খেলোয়াড়কেও অনুশীলনে অংশ নিতে দেননি। কিংসের পক্ষ থেকে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

আজ বাফুফেকে পাঠানো এক চিঠিতে কিংস জানিয়েছে, মারুফুল হক কোচের দায়িত্বে থাকলে তারা আর কোনো খেলোয়াড় ক্যাম্পে পাঠাবে না। ক্লাবের বক্তব্য, কয়েকজন খেলোয়াড় চোটে আক্রান্ত এবং রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতার অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতি চলছে, তাই তারা ধাপে ধাপে খেলোয়াড় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কিংস আরও দাবি করেছে, মারুফুল হকের এই আচরণের জন্য শাস্তি দেওয়া হোক, অন্যথায় কোনো বয়সভিত্তিক দল, সিনিয়র দল কিংবা নারী দলের খেলোয়াড় ছাড়বে না তারা।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, “আমরা চিঠি পেয়েছি এবং এখন দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি।”

কোচ মারুফুল হক জানান, “আমি শিগগিরই এ বিষয়ে আমার অবস্থান স্পষ্ট করব এবং আজকের মধ্যেই একটি আনুষ্ঠানিক বিবৃতি দেব।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ