দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৫২

ভিনির গোল উদ্‌যাপন তাঁর ভক্তদেরই বিরক্ত করছে—দাবি রিয়ালের সাবেক ফুটবলারের

গোলের পর ভিনিসিয়ুসের এই উদ্‌যাপন নিয়েই যত সমালোচনা। রয়টার্স

লা লিগায় শনিবার রাতে ম্যাচে রিয়াল সোসিয়েদার বিপক্ষে ২–০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ফল অবশ্য পুরো চিত্র তুলে ধরতে পারছে না। সোসিয়েদাদের মাঠে রিয়ালকে শুরু থেকেই বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এমনকি পরপর তিনবার বল পোস্টে না লাগলে একাধিক গোলে এগিয়ে যেতে পারত স্বাগতিকেরা। তবে সেই অস্বস্তি থেকে রিয়ালকে মুক্তি দিয়ে শেষ পর্যন্ত গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস।

গোল করার আগে অবশ্য স্বাগতিক দর্শকেরা ভিনিসিয়ুসকে ক্ষিপ্ত করার চেষ্টা করেন। এমনকি তাঁর পায়ে বল যাওয়া মাত্রই দুয়ো দিতে দেখা গেছে। ভিনিসিয়ুসকেও এর জবাবে পেছনে ফিরে মুচকি হাসি দিতে দেখা যায় একাধিকবার। তবে ভিনি আসল জবাবটা দেন ৫৮ মিনিটে ম্যাচের প্রথম গোল করার পর। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে দৌড়ে ভিনি চলে যান কর্নার পতাকার দিকে। এ সময় ঠোঁটে আঙুল দিয়ে দর্শকদের চুপ করে থাকার ইঙ্গিত দেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

ভিনিসিয়ুসের এমন উদ্‌যাপন অনেকেই সহজভাবে নিতে পারেননি। রিয়াল সমর্থকদের কেউ কেউ এই ধরনের উদ্‌যাপনের সমালোচনা করেছেন। সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার প্রেদ্রাক মিয়াতোভিচও মানতে পারেননি ভিনির এমন উদ্‌যাপন। এই ধরনের উদ্‌যাপন ভিনির নিজের জন্যও ক্ষতির কারণ হচ্ছে বলে মনে করেন তিনি।

ভিনির উসকানিমূলক উদ্‌যাপন নিয়ে মিয়াতোভিচ বলেছেন, ‘সে নিজের দিকেই পাথর ছুড়ছে। তার আশপাশে যা হচ্ছে, সব জেনেও সে এটা করছে। তার একটু শান্ত হয়ে ভাবা উচিত। আমরা গোল নিয়ে খুবই খুশি। তবে এরপর তার উদ্‌যাপন নিয়ে আমরা সবাই হতাশ। তার এটা করার দরকার কী? সে নিজেই নিজের অনেক ক্ষতি করেছে। আমি অনেক রিয়াল মাদ্রিদ ভক্তের সঙ্গে কথা বলেছি, যারা ওকে ভালোবাসে। কিন্তু আমরা তার আচরণ নিয়ে সত্যিই অনেক বেদনাহত।’

ভিনিসিয়ুস এখন মিয়াতোভিচের পরামর্শ মেনে আচরণ শোধরান কি না, সেটাই দেখার অপেক্ষা। রিয়ালের হয়ে ভিনি পরের ম্যাচে মাঠে নামবেন আগামী মঙ্গলবার রাতে। সেদিন নতুন রূপে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব স্টুটগার্ট।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট