দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩৫

আইসিসির লেভেল-৩ কোচের স্বীকৃতি পাওয়া আশরাফুলের স্বপ্ন এখন জাতীয় দলের কোচ হওয়া

লেভেল-৩ কোচ হিসেবে আইসিসির স্বীকৃতি পেলেন আশরাফুল।

পেশাদার ক্রিকেটের অধ্যায় শেষ। এবার কোচের ভূমিকায় আসতে চান মোহাম্মদ আশরাফুল। ক্রিকেট ক্যারিয়ারের মতো কোচিংয়েও তাঁর স্বপ্ন বড়। জাতীয় দলের হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলা সাবেক এই ক্রিকেটার হতে চান জাতীয় দলেরই কোচ।

আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে পেয়ে প্রথম আলোকে সে স্বপ্নের কথা জানান সাবেক এই অধিনায়ক, ‘স্বপ্ন দেখলে বড় স্বপ্নই তো দেখব, তাই না? কোচিংয়ে যখন আসব, তখন জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নই তো থাকবে।’

গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এসিবির সেই কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকেও।

এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি পেলেন। খবরটি জানিয়ে আশরাফুল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।’

পরে যোগ করেন, ‘এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা ও উন্নতি করে যাওয়ার চেষ্টার ফল। আমি আমার দক্ষতা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং ক্রিকেটারদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশা আল্লাহ, আমি ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’

এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল-২ কোচিং কোর্স করেছিলেন আশরাফুল। আর টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলে লেভেল-১ কোচিং কোর্স না করলেও চলে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট