দ্যা নিউ ভিশন

এপ্রিল ৯, ২০২৫ ০৭:২৫

৮ কোটি ২০ লাখ পাউন্ডের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে সহায়তা গোলকিপারের চেয়ে কম

ব্রাজিলিয়ান গোলকিপার ম্যান সিটিতে গোলেও সহায়তা করেন। এএফপি

একজনের কাজ গোল ঠেকানো, গোলকিপার তিনি। আরেকজন ফরোয়ার্ড, কাজ তাঁর গোল করা আর সতীর্থদের দিয়ে গোল করানো। দুজনই ব্রাজিলিয়ান—একজন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন, আরেকজন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড বা উইঙ্গার আন্তোনি।

নিজের আসল কাজ গোলকিপিং করার পাশাপাশি ‘ওপেন প্লে’তেও সিটির হয়ে দারুণ ভূমিকা রাখছেন এদেরসন। আর আন্তোনি নিজের আসল কাজটাই করতে পারছেন না ঠিকঠাকভাবে। ইউনাইটেডের ফরোয়ার্ড গোলে সহায়তায় পিছিয়ে গেছেন এদেরসনের চেয়ে।

প্রিমিয়ার লিগে গতকাল সিটি আর্লিং হলান্ডের জোড়া গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে ২-১ ব্যবধানে। প্রথম মিনিটেই পিছিয়ে পড়া সিটিকে হলান্ড সমতায় ফেরানো গোলটি করেন কেভিন ডি ব্রুইনার সহায়তায়। নরওয়েজিয়ান স্ট্রাইকারের দ্বিতীয় গোলটির বলের জোগানদাতা সিটি গোলকিপার এদেরসন।

সিটির কোনো খেলোয়াড়কে গোলে সহায়তা করার ঘটনা এদেরসনের জন্য এটাই প্রথম নয়; গোলবারের নিচে থেকেই প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনি সিটির ৪ গোলে সহায়তা করেছেন। অথচ তাঁরই ব্রাজিল দলের সতীর্থ আন্তোনি ইউনাইটেডের হয়ে লিগে এখন পর্যন্ত ৫৪ ম্যাচ খেলে মাত্র ৩টি গোলে সহায়তা করেছেন।

এটা ইউনাইটেডের দুর্ভাগ্যই বলা চলে। আর না হলে আয়াক্সে যিনি গোলে সহায়তায় দারুণ দক্ষতা দেখিয়েছেন, সেই আন্তোনি কেন ওল্ড ট্রাফোর্ডে এসে তাঁর আসল কাজটা ভুলে যাবেন! সাও পাওলো থেকে ২০১৮ সালে আয়াক্সে নাম লেখান আন্তোনি। সেখানে দুই মৌসুমে ৮২ ম্যাচ খেলে ২৪টি গোল করেছেন আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ২২টি গোল।

সেই আন্তোনিওই ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৩ ম্যাচ খেলে গোল করেছেন ১১টি, গোলে সহায়তা ৫টি। এর মধ্যে লিগে যে মাত্র ৩টি, তা তো জানা হয়েই গেছে। অথচ আন্তোনিকে আয়াক্স থেকে ওল্ড ট্রাফোর্ডে নিতে ইউনাইটেডের খরচ হয়েছে ৮ কোটি ২০ লাখ পাউন্ড।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী