দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩১

বাংলাদেশের ফুটবলেও আলট্রাস: অতন্দ্র প্রহরী, না গুন্ডাগিরি

গ্যালারিতে উপস্থিত থেকে বাংলাদেশকে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যান বাংলাদেশ আল্ট্রাসের সদস্যরা। সংগৃহীত

ফুটবল চিরন্তন আবেগের নাম। খেলোয়াড়েরা সেই আবেগ ধারণ করেন, দর্শকেরাও করেন, তবে দর্শকদের আবেগের যেন কোনো সীমা-পরিসীমা নেই। প্রিয় দলের হার-জিতে আবেগ উপচে পড়ে। আর রকমফের আছে দর্শকের মধ্যেও। একদল দর্শক আসেন কেবলই আনন্দ নিতে। গ্যালারির এক কোণে বসে উপভোগ করেন খেলা। আরেক দল আছেন, যাঁরা খেলাটাকে স্রেফ খেলা হিসেবে দেখেন না। তাঁদের আবেগের ক্যানভাস আরও বড়। সেই ক্যানভাসে রয়েছে বিশালাকার তিফো, ব্যানার ও বাদ্যযন্ত্র।

সেই বাদ্যযন্ত্রে ওঠা ঝংকারে কাঁপে গ্যালারি। আতঙ্কও ছড়ায় প্রতিপক্ষ দলের ভক্তদের মধ্যে। তখন তাঁরা আর শুধু ‘ফ্যান’ বা ভক্ত থাকেন না, হয়ে ওঠেন ‘ফ্যানাটিক’(দলান্ধ)। ফুটবলীয় ভাষায় তাঁদের একটি নামও আছে—আলট্রাস। ইউরোপিয়ান ও দক্ষিণ আমেরিকার ফুটবলে আলট্রাসদের উপস্থিতি অনেক আগে, আর বাংলাদেশে আবির্ভাব ঘটেছে সম্প্রতি।

বাংলাদেশের আলট্রাসদের সম্পর্কে জানার আগে এই সমর্থকদের বৈশিষ্ট্য সম্পর্কে আরেকটু জেনে নেওয়া যাক। জেনে নেওয়া যাক তাঁদের উদ্ভব ও বিকাশও।

এই উগ্র সমর্থকদের নিয়ে উরুগুয়ের প্রখ্যাত সাহিত্যিক এদুয়ার্দো গালিয়ানো তাঁর বিশ্বখ্যাত বই ‘সকার ইন সান অ্যান্ড শ্যাডো’তে লিখেছেন, ‘খেলা দেখা তাদের জন্য যেন মৃগীরোগে আক্রান্ত হওয়ার মতো। খেলা তারা আসলে কখনো মনোযোগ দিয়ে দেখেই না। গ্যালারিজুড়েই তাদের সব রাজত্ব। এটাই তাদের কুরুক্ষেত্র। সেখানে প্রতিপক্ষ দলের কারও উপস্থিতিও তাদের বারুদের মতো উসকে দেয়।’

ফুটবল খুব ছোঁয়াচে খেলা। এই খেলার রূপ-রস-আবেগ মাঠের খেলোয়াড়দের থেকে ছড়িয়ে পড়ে গ্যালারির দর্শকদের মধ্যেও। জন্ম হয় নানাবিধ সমর্থকগোষ্ঠীর। তবে এমন সব গোষ্ঠীর আবির্ভাব মোটেই বিচ্ছিন্ন কিছু নয়। সমর্থকদের এই আবেগও একেবারে শিকড়হীন নয়। একটি নির্দিষ্ট ভূমি ও জনগোষ্ঠীর রাজনীতি, সংস্কৃতি, প্রথা ও যাপনের সঙ্গে এর নিবিড় সংযুক্তি আছে। এ উপাদানগুলো সব সময় তাদের অনুপ্রেরণা দিয়েছে এবং ছায়া হয়ে সামনে এগিয়েও নিচ্ছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট