একটা সিরিজ অনেক কিছুই বদলে দিয়েছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই ধবলধোলাই বাংলাদেশ দলের আত্মবিশ্বাসই শুধু বাড়ায়নি, নিঃসন্দেহে ভারতেরও সমীহ আদায় করেছে। সর্বশেষ ভারত সফরের দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপরও নাজমুল হোসেনদের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হতে যাওয়া প্রথম টেস্টকে সামনে রেখে রুদ্ধদ্বার অনুশীলন করছে দলটি। যেখানে যোগ দিয়েছেন বিরাট কোহলি থেকে যশপ্রীত বুমরাদের সবাই। চেন্নাইয়ে হওয়া এই অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন নতুন বোলিং কোচ মরনে মরকেলও।
ভারতের ১৬ সদস্যের দলে থাকা সরফরাজ খান অবশ্য অনুশীলন ক্যাম্পে নেই। তিনি খেলছেন দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে। অনেক দিক বিবেচনাতেই এই অনুশীলন ক্যাম্প ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে এই সংস্করণের ক্রিকেটে ফিরবে ভারত। দলটি সর্বশেষ টেস্ট খেলেছে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে। এরপর অন্য দুই সংস্করণের ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও টেস্ট খেলেনি ভারত।
গত আগস্টে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছে ভারত। তাই শুধু বাংলাদেশ নয়, টেস্ট সংস্করণ নিয়েও আলাদাভাবে ভাবতে হচ্ছে ভারতকে। এ ছাড়া শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ভারতের দায়িত্ব নেওয়া গৌতম গম্ভীরও পুরো দলকে একসঙ্গে পাননি এখনো। শ্রীলঙ্কা সিরিজে ছিলেন না ভারতের সেরা ক্রিকেটার যশপ্রীত বুমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই বিশ্রামে ছিলেন এই পেসার।
ভারতের সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, অনুশীলন ক্যাম্পে যোগ দিয়ে পুরো ছন্দে বোলিং করেছেন বুমরা। অন্যদিকে লন্ডন থেকে ভোর চারটায় ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন কোহলি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে নিউজ ১৮ জানিয়েছে, নেটে ৪৫ মিনিট সময় কাটিয়েছেন কোহলি। ভারতের সর্বশেষ টেস্ট সিরিজে ব্যক্তিগত কারণে খেলেননি তিনি।
ভারতের সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, অনুশীলন ক্যাম্পে যোগ দিয়ে পুরো ছন্দে বোলিং করেছেন বুমরা। অন্যদিকে লন্ডন থেকে ভোর চারটায় ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন কোহলি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে নিউজ ১৮ জানিয়েছে, নেটে ৪৫ মিনিট সময় কাটিয়েছেন কোহলি। ভারতের সর্বশেষ টেস্ট সিরিজে ব্যক্তিগত কারণে খেলেননি তিনি।