দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৬:১০

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার বিচার কার্যক্রম আবার পিছিয়েছে

প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। এএফপি

আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত আটজন পেশাদার চিকিৎসাকর্মীর মধ্যে সাতজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা হয়েছিল। গতকাল সেই মামলার বিচারিক কার্যক্রম আগামী বছরের মার্চ পর্যন্ত পিছিয়ে দিয়েছেন আর্জেন্টিনার একটি আদালত।

গত মে মাসে সিদ্ধান্ত নেওয়া হয়, মামলার বিচারিক কার্যক্রম পিছিয়ে অক্টোবরে শুরু করা হবে। কিন্তু এখন তা আবারও পিছিয়ে আগামী বছরের ১১ মার্চ বিচারকার্য শুরুর নতুন তারিখ ঠিক করা হয়েছে বলে রায় দেখে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ম্যারাডোনা দীর্ঘদিন কোকেন ও মদ্যপানে আসক্ত ছিলেন। রক্ত জমাট বাঁধায় মস্তিষ্কে অস্ত্রোপচার করানোর পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় ছিলেন আর্জেন্টিনাকে ’৮৬ বিশ্বকাপ জেতানো কিংবদন্তি। কিন্তু এর মধ্যেই ২০২০ সালের নভেম্বরে মারা যান তিনি। হাসপাতাল ছাড়ার পর বুয়েনস এইরেসে একটি বাসা ভাড়া করে তাঁকে সেখানে রাখা হয়েছিল। সেখানে এক সকালে বিছানায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়, এর দুই সপ্তাহ আগে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছিল হার্ট অ্যাটাক।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী