দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:০৩

ভিনিসিয়ুস সৌদি আরবের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র | ইন্সটাগ্রাম

বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের মধ্যে ভিনিসিয়ুস জুনিয়র অবশ্যই স্থান পাবেন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ জয়েও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনায় ভিনিসিয়ুস একটি কেন্দ্রীয় চরিত্র হলেও, নতুন খবর হল সৌদি আরব তাঁকে কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

ক্রিড়াভিত্তিক পোর্টাল দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রতিনিধিরা ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন। ভিনিসিয়ুসকে আকর্ষণীয় আর্থিক প্রস্তাবও দেওয়া হয়েছে। সৌদি ক্লাবগুলোর তারকা ফুটবলারদের কিনে নেওয়ার প্রচেষ্টা, যা ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে, তারই অংশ হিসেবে ভিনিসিয়ুসকে নেওয়ার চেষ্টা চলছে।

২০৩৪ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব ফুটবলকে আরও আকর্ষণীয় করতে চাইছে। ইতোমধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারের মতো তারকারা সৌদি আরবে চলে এসেছেন। সৌদি আরব এই ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে, কিন্তু ভিনিসিয়ুস সৌদি আরবের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং তার মনোযোগ আপাতত রিয়াল মাদ্রিদে কেন্দ্রীভূত রয়েছে।

ভিনিসিয়ুসের বয়স মাত্র ২৪ এবং তিনি ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন। গত মৌসুমের পারফরম্যান্সের কারণে এবারের ব্যালন ডি’অর জেতার দৌড়ে তিনি আছেন। রিয়ালের সঙ্গে তাঁর ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং রিলিজ ক্লজ এক বিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদ নতুন প্রস্তাব দেওয়ার কথাও শোনা যাচ্ছে। সুতরাং, ভিনিসিয়ুসকে নিয়ে সৌদি আরবের আশা পূরণ হওয়া কঠিন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ