ব্রাজিল ১–০ ইকুয়েডর: জয়খরা কাটল সেলেসাওদের
কুরিতিবায় কৌতো পেরেইরা স্টেডিয়ামে নামার আগে চাপের মধ্যে ছিল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আগের চার ম্যাচে তারা জয় লাভ করতে পারেনি এবং গত অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে ১–১ গোলে ড্র করার পর টানা তিন ম্যাচে হেরেছিল। অক্টোবর মাসে উরুগুয়ে, নভেম্বরে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিরুদ্ধে হারের পর দরিভাল জুনিয়রের দল চাপের মধ্যে ছিল।
অবশেষে, ইকুয়েডরের বিপক্ষে ১–০ গোলের জয় দিয়ে ব্রাজিল তাদের জয়হীন থাকার ধারাটি ভেঙেছে। ম্যাচের ৩০তম মিনিটে রদ্রিগো একমাত্র গোলটি করে ব্রাজিলকে জয় উপহার দেন।
ম্যাচের শুরুতেই ব্রাজিল একটি ভালো সুযোগ পেয়েছিল, তবে লুইস এইহিকের হেড লক্ষ্যভ্রষ্ট হয় এবং বল ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর রদ্রিগো এবং লুকাস পাকেতার দুর্দান্ত সংযোগে ব্রাজিল একটি গোল পায়। রদ্রিগো ইকুয়েডরের ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন, যা একটি ডিফেন্ডারের গায়ে লেগে পথ পরিবর্তন করে জালে প্রবাহিত হয়।
প্রথমার্ধে ইকুয়েডর একটি বড় সুযোগ পেয়েছিল, কিন্তু ব্রাজিল গোলকিপার আলিসন তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে গোলটি রুখে দেন। দ্বিতীয়ার্ধে ইকুয়েডর কয়েকটি ফ্রি-কিক ও শট নিয়েও গোল করতে পারেনি।
এই জয়ে ব্রাজিলের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে, ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। আর্জেন্টিনা শীর্ষে রয়েছে ১৮ পয়েন্ট নিয়ে, উরুগুয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং কলম্বিয়া ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ইকুয়েডর ৮ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে।
আগামী বুধবার ব্রাজিল আসুনসিওনে প্যারাগুয়ের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।