পাকিস্তান ক্রিকেটের পরিবেশে চলছে গভীর অনিশ্চয়তা। অধিনায়ক, কোচিং স্টাফ, নির্বাচক প্যানেল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারাও পদ হারানোর শঙ্কায় রয়েছেন।
গত বছরের নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্সের পর বাবর আজমকে তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পিসিবির চেয়ারম্যান পরিবর্তনের পর তাকে আবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরিয়ে আনা হয়। তবে, সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে আবারও বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছে।
এই বিষয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, “আমি বিষয়টি কোচ ও নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছি। ২২ সেপ্টেম্বর একটি কর্মশালার মাধ্যমে মতামত সংগ্রহ করা হবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”
নাকভি আরও যোগ করেছেন, “যেকোনো ভুল হলে দায় আমার ওপরেই পড়বে। দলের পারফরম্যান্স, নির্বাচকদের সিদ্ধান্ত অথবা কোচের ফলাফল—সবকিছুর দায়ভার আমারই।”
তিনি গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কোনো টেস্টই দেশের বাইরে হবে না। মুলতান ও রাওয়ালপিন্ডি ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়েছে। ইংল্যান্ডের বোর্ডের সঙ্গে যোগাযোগ চলছে এবং কোনো সমস্যা নেই।”