ভারতের কট্টরপন্থী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দিয়েছে। তবে এই হুমকির বিষয়টিকে বড় করে দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। এর আগে, গোয়ালিয়রে ৬ অক্টোবর অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পিচ কুপিয়ে নষ্ট করার হুমকিও দিয়েছে একই সংগঠন।
হিন্দু মহাসভার সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, “বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে এবং মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু মহাসভা গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করবে।”
এ বিষয়ে শনিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, “এ ধরনের ঘটনা সবসময়ই বিভিন্ন দেশের খেলায় ঘটে থাকে। আমি মনে করি না এটি বড় কোনো হুমকি। আমাদের পরিকল্পনা অনুযায়ীই সবকিছু চালিয়ে যাব।”
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ৬ অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি, দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৯ ও ১২ অক্টোবর।