দ্যা নিউ ভিশন

মার্চ ১২, ২০২৫ ০১:৩২

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, বাকিরা কে পাবেন কত টাকা

কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ

ক্যারিয়ারটা কোথায় থামবে—ওই ধোঁয়াশা এখনো কাটাননি মাহমুদউল্লাহ। বিসিবিও তাই তাঁকে রেখেই ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি করেছিল। কিন্তু তাঁর অনুরোধের পর এ মাস থেকে আর চুক্তিতে রাখা হচ্ছে না এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহকে। আজ ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি।

চ্যাম্পিয়নস ট্রফিতে মাহমুদউল্লাহর মতোই ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি মুশফিকুর রহিমও। এরপর থেকে তাঁদের নিয়ে সমালোচনা শুরু হয়। এর মধ্যেই ৫ মার্চ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলা মুশফিক এখন থেকে দেশের হয়ে খেলবেন শুধু টেস্ট। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও আছেন তিনি। তবে সম্প্রতি ওয়ানডে থেকে অবসর নেওয়ায় শুরুতে ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও মার্চ মাস থেকে তিনি চলে যাবেন ‘বি’ ক্যাটাগরিতে।

চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

২০২২ সাল থেকে সংস্করণ অনুযায়ী ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে আসছিল বিসিবি। তবে এবার তা বদলে ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই পাঁচ ভিন্ন ক্যাটাগরি রাখা হয়েছে। ‘এ+’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা বেতন পাবেন। কয়েক বছর ধরে পেস বোলিং ইউনিটকে নেতৃত্ব দেওয়া ও ধারাবাহিক পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন তাসকিন।

কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন পেসার নাহিদ রানা। গতির ঝড় তোলা এই পেসারকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। নাহিদ ছাড়াও প্রথমবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন জাকের আলী, রিশাদ হোসেন ও তানজিদ হাসান। তিনজনকেই রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে।

সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, জাকির হাসান, মাহমুদুল হাসান ও নাঈম হাসান—গত বছরের চুক্তিতে থাকলেও এবার নেই। তাঁদের মধ্যে শুধু টেস্টের চুক্তিতে ছিলেন জাকির, মাহমুদুল ও নাঈম। টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন নুরুল। তাঁদের জায়গায় এবার কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম।

বিসিবির চুক্তির ধরন নিয়ে কাল প্রথম আলোকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘যারা টেস্ট ক্রিকেট খেলবে, তারা যেন লাভবান হয়—আমরা চেয়েছি এমন একটা চুক্তি করতে।’

ক্রিকেটারদের বেতন গ্রেড বদলের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে বলে জানিয়েছেন তিনি।

কে কোন ক্যাটাগরিতে

ক্যাটাগরি ‘এ‍+’ (মাসে বেতন ১০ লাখ টাকা)

তাসকিন আহমেদ

ক্যাটাগরি ‘এ’ (মাসে বেতন ৮ লাখ টাকা)

নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম (মার্চ থেকে বি ক্যাটাগরিতে যাবেন)

ক্যাটাগরি ‘বি’ (মাসে বেতন ৬ লাখ টাকা)

মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (মার্চ থেকে চুক্তির বাইরে), মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা

ক্যাটাগরি ‘সি’ (মাসে বেতন ৪ লাখ টাকা)

সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান , শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মেহেদী হাসান

ক্যাটাগরি ‘ডি’ (মাসে বেতন ২ লাখ টাকা)

নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ