‘বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পেরে ওঠে না ভারত’—এই রোববারের আগে এটাই ছিল সত্যি। ২০০২ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২১ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। ফাইনালে ভারতকে হারিয়েই নিজেদের ইতিহাসের দুটি বৈশ্বিক শিরোপা জয় করা কিউইয়ের সুযোগ ছিল তিনে তিন করার। কিন্তু নিউজিল্যান্ডকে তিনে তিন করতে না দিয়ে দুবাইয়ে রোববারের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালটা জিতে উল্টো ‘তিন’ পেয়ে গেল ভারত।
চ্যাম্পিয়নস ট্রফিতে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো ভারত। তাতে এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও হয়ে গেল তারা। দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে রেকর্ডটা নিজেদের করে নিল ভারতীয়রা।
ভারত প্রথম চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ২০০২ সালে। বৃষ্টির কারণে পরপর দুই দিন ফাইনাল ভেসে যাওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে চ্যাম্পিয়নের ট্রফিটা ভাগাভাগি করে ভারত। ভারত দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ২০১৩ সালে। এবার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ছুঁয়ে ফেলে দলটি। অস্ট্রেলিয়া এর আগে টানা দুবার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছিল।
ভারত অস্ট্রেলিয়াকে পেছনে ফেলার সুযোগ পেয়েছিল ২০১৭ সালেই। তবে ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে সেই সুযোগ নষ্ট করে তারা। আট বছর পর আবার যখন চ্যাম্পিয়নস ট্রফি ফিরল, ভারতও ফিরে পেল ট্রফি। উঠে গেল সবার ওপরেই।
রোল অব অনার
সাল | চ্যাম্পিয়ন | রানার্সআপ |
---|---|---|
১৯৯৮ | দ. আফ্রিকা | ও. ইন্ডিজ |
২০০০ | নিউজিল্যান্ড | ভারত |
২০০২ | ভারত-শ্রীলঙ্কা যুগ্ম চ্যাম্পিয়ন | |
২০০৪ | ও. ইন্ডিজ | ইংল্যান্ড |
২০০৬ | অস্ট্রেলিয়া | ও. ইন্ডিজ |
২০০৯ | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড |
২০১৩ | ভারত | ইংল্যান্ড |
২০১৭ | পাকিস্তান | ভারত |
২০২৫ | ভারত | নিউজিল্যান্ড |
চ্যাম্পিয়নস ট্রফিতে কে কত বার চ্যাম্পিয়ন
৩ | ভারত |
২ | অস্ট্রেলিয়া |
১ | দক্ষিণ আফ্রিকা |
১ | নিউজিল্যান্ড |
১ | ওয়েস্ট ইন্ডিজ |
১ | পাকিস্তান |
তৃতীয়বার চ্যাম্পিয়নস ট্রফি জিতে বৈশ্বিক শিরোপা জয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান কমিয়েছে ভারত। ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, টি–টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ভারত চ্যাম্পিয়ন হলো সপ্তমবার।
আইসিসি টুর্নামেন্টে কে কত বার চ্যাম্পিয়ন
দল | মোট | ওয়ানডে বিশ্বকাপ | চ্যাম্পিয়নস ট্রফি | টি–টোয়েন্টি বিশ্বকাপ | টেস্ট চ্যাম্পিয়নশিপ |
---|---|---|---|---|---|
অস্ট্রেলিয়া | ১০ | ৬ | ২ | ১ | ১ |
ভারত | ৭ | ২ | ৩ | ২ | ০ |
ওয়েস্ট ইন্ডিজ | ৫ | ২ | ১ | ২ | ০ |
পাকিস্তান | ৩ | ১ | ১ | ১ | ০ |
শ্রীলঙ্কা | ৩ | ১ | ১ | ১ | ০ |
ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ০ |
নিউজিল্যান্ড | ২ | ০ | ১ | ০ | ১ |
দ. আফ্রিকা | ১ | ০ | ১ | ০ | ০ |