দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৭:৫৪

মুশফিকুর রহিম, একটু বাড়তি নিবেদন ও ফেসবুক রিলসের গল্প

বাংলাদেশের হয়ে আর ওয়ানডে খেলবেন না মুশফিকুর রহিম

আপনার ফেসবুক রিলসে কী ভেসে আসে? প্রশ্নটা শুনে ভড়কে যাবেন না, আপনি ভুল করেননি—লেখাটা খেলা নিয়েই। শিরোনামেও ক্রিকেটার মুশফিকুর রহিমের নামই পড়ে এসেছেন। তবু কেন রিলসের আলাপ এল শুরুতে? উত্তরটা দেওয়ার জন্য আপনি ক্রিকেট অনুসরণ করেন কি না, তা জানা জরুরি। অন্তত ফেসবুকে তেমন ভিডিও দেখেন কি না, সেটিও।

বদলে যাওয়া সময়ে ফেসবুক অ্যালগরিদম নিয়মিত হাজির করে আপনার পছন্দের ধরনের ভিডিও। হয়তো আপনার পৃথিবীও আটকে থাকে ওখানকার স্ক্রলিংয়ে। ক্রিকেটীয় ভিডিওতে, অন্তত বাংলাদেশে আপনি খেলার চেয়ে ধুলাই দেখে থাকেন একটু বেশি—ক্রিকেটারদের অনুশীলন যেখানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য।

ক্রিকেট ও অনুশীলন—আপনি এখন একসূত্রে গাঁথতে পারছেন হয়তো। স্মৃতির দুনিয়ায় রিওয়াইন্ড করলে আপনি কি মুশফিকের নিবেদনের গল্প দেখেননি বা পড়েননি? কয়েকটা ‘কমন’ শিরোনাম দিয়ে দিলে মনে করা সহজ হতে পারে হয়তো, ‘দলের তিন ঘণ্টা আগে থেকে অনুশীলনে মুশফিক…’, ‘সবাই টিম হোটেলে, মুশফিক…’ বা এমন আরও অনেক কিছু দেখে আপনি মুশফিকের পরিশ্রমের গল্প জেনেছেন প্রযুক্তির দুনিয়ায় এসে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী