দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৭:৫৬

আফ্রিদির বকেয়া উদ্ধারে দায়িত্ব নেবে না বিসিবি

২০২৫ বিপিএলে চিটাগং কিংসের মেন্টরের ভূমিকায় ছিলেন শহীদ আফ্রিদি

বিপিএলের সময় টিভি পর্দায় যেন দেখা যেত সুখী পরিবারের ছবি। চিটাগং কিংসের মালিকপক্ষের সঙ্গে ডাগআউটে বসে খোশগল্প করছেন শহীদ আফ্রিদি। কিন্তু পর্দায় দেখা হাসিমুখের হাসি যে সব সময় সত্যি হয় না, তা আরেকবার বোঝালেন আফ্রিদি। সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক অভিযোগ তুলেছেন, এবারের বিপিএলে চিটাগংয়ের শুভেচ্ছাদূত হয়ে বাংলাদেশে গেলেও ফ্র্যাঞ্চাইজি তাঁকে প্রতিশ্রুত পাওনা দেয়নি। চিটাগং কিংসের মালিক নাকি এখন আফ্রিদির ফোনও ধরছেন না!

বিষয়টি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ই–মেইলে জানিয়েছেন আফ্রিদি। ফারুক আহমেদও তা পেয়েছেন। তবে যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলোর শুভেচ্ছাদূতের চুক্তিতে বিসিবির সংশ্লিষ্টতা থাকে না, স্বাভাবিকভাবেই এ বিষয়ে বিসিবিরও কিছু করার নেই।

লাহোরে কাল নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালের সময় বাংলাদেশের চার সাংবাদিককে ফারুকও সেটাই বলেছেন, ‘বোর্ডের দিক থেকে আমরা কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত নই। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ড্রাফটের খেলোয়াড়দের চুক্তিতে বোর্ডের সংশ্লিষ্টতা থাকে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন দল কাকে কীভাবে আনছে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার।’

তবে ফারুকও মানছেন, শহীদ আফ্রিদির মতো কেউ যদি কোনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এমন অভিযোগ করেন, তাহলে সেটা পুরো দেশের ওপরই আসে। এ ব্যাপারে বিসিবির কিছু করার আইনগত ভিত্তি না থাকলেও ফারুক বলেছেন, তিনি চিটাগং কিংসের মালিককে অনুরোধ করবেন আফ্রিদির পাওনা বুঝিয়ে দিতে, ‘আফ্রিদির ক্ষেত্রে আমরা শুধু অনুরোধ করতে পারি, কারণ এটার কোনো আইনি ভিত্তি নেই, কিসের ভিত্তিতে আমরা বলব! আমরা অনুরোধ করতে পারি এবং ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের পারে আরও সতর্ক হতে পারি। আগামী বছর বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খোঁজার ক্ষেত্রে ভিন্ন কিছুই হবে।’

সেমিফাইনাল দেখতে ফারুকের লাহোর সফর আইসিসির আমন্ত্রণে; যেটিতে রথ দেখা, কলা বেচা দুটোই হচ্ছে তাঁর। দুবাই–লাহোরে খেলা দেখার পাশাপাশি অন্যান্য বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে আলাপ–আলোচনা করছেন। সেটারই সূত্র ধরে পিসিবিপ্রধান মহসিন নাকভির সম্মতি আদায় করেছেন জুলাই–আগস্টে বাংলাদেশে দল পাঠানোর জন্য। ফারুক বলেছেন, ‘শুধু খেলা দেখা নয়, আরও কিছু কাজ করাও উদ্দেশ্য। সবার সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ভালো করা। এফটিপির বাইরে কিছু সফর পাওয়া যায় কি না, সেটা দেখা। এফটিপির বাইরে বাংলাদেশে পাকিস্তান দলের তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলার আলোচনা চলছিল, সেটা নিশ্চিত করা।’

এই সিরিজের খসড়া সূচি অনুযায়ী পাকিস্তান দল বাংলাদেশ ছেড়ে যাওয়ার তিন দিন পরই ভারতীয় দলের বাংলাদেশে যাওয়ার কথা তিন ওয়ানডে ও তিন টি–টোয়েন্টির সিরিজ খেলতে। দুবাইয়ে পরশু প্রথম সেমিফাইনাল চলাকালে ফারুক সেটি নিয়েও কথা বলেছেন বিসিসিআইপ্রধান জয় শাহর সঙ্গে।

চ্যাম্পিয়নস ট্রফির মধ্যে বিসিবি সভাপতি মূলত ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে কূটনীতিতেই বেশি গুরুত্ব দিয়েছেন। ফারুক আহমেদ বলেছেন, ‘আগামী তিন বছরে আমরা ১১–১২টি হোম সিরিজ আয়োজন করব। ভারতের সিরিজটার বিষয়ে জয় শাহর সঙ্গে কথা বলাটা জরুরি ছিল। টিভি রাইটসের জন্য বাংলাদেশে পাকিস্তান, ভারতের সফরগুলো বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতের সফর। এগুলোকে গুরুত্ব দিতেই হয়।’

প্রসঙ্গক্রমে এসেছে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহর ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনাও। বোর্ড সভাপতি আবারও বলেছেন, সিদ্ধান্তটা সংশ্লিষ্ট ক্রিকেটারদের দিক থেকেই আসা উচিত। তাদের দিক থেকে সে রকম কিছু এলে তারপর এ নিয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তি শেষ হয়েছে এই চ্যাম্পিয়নস ট্রফিতে। বাংলাদেশের জিম্বাবুয়ের সিরিজের সময় পিএসএলে কোচ হিসেবে কাজ করার কথা তাঁর। ওই সিরিজে বাংলাদেশ দলের দায়িত্বে থাকতে পারেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বিসিবির ইচ্ছা এরপর আবার সিমন্সকেই ফিরিয়ে আনার। চুক্তির শর্ত নিয়ে তাঁর সঙ্গে এ সপ্তাহেই চূড়ান্ত আলোচনার আভাস দিয়েছেন বোর্ড সভাপতি, ‘আমরা চাই কোচ ফুলটাইম ডেডিকেটেড থাকবে। তা ছাড়া স্থানীয় কোচদেরও টেনে তুলব আমরা। এ ক্ষেত্রেও সিমন্স সহায়তা করছেন। তিনি আমাদের মনে ভালোভাবেই আছেন। আশা করি, এই সপ্তাহের মধ্যেই তাঁর সঙ্গে আলোচনা করব।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী