দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১০:২২

লিগ শুরুর এক দিন আগে দল পেলেন লিটন, মোস্তাফিজ এখনো পাননি

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন লিটন দাস

অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে দল খুঁজে পেলেন লিটন দাস। লিগ শুরুর এক দিন আগে আজ নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এবারের দলবদলের নির্ধারিত সময়ে কোনো ক্লাব না পাওয়া লিটন শেষ পর্যন্ত খেলতে যাচ্ছেন গুলশান ক্রিকেট ক্লাবে।

গত মৌসুমে আবাহনীতে খেলা লিটন এবার দল বদল করতে টোকেন তুলে রেখেছিলেন। তবে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় সে সময়ে ক্লাব পাননি লিটন। প্রিমিয়ার লিগ শুরুর এক দিন আগে জানা গেল, লিটনের ঠিকানা হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব।

ঢাকা প্রিমিয়ার লিগের নতুন দলটির মালিকানা কিনেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। লিটনকে দলে নেওয়ার খবর জানিয়ে তিনি বলেছেন, ‘লিটন দল পেয়েছে। গুলশানে সে খেলবে।’

লিটন দল পেলেও এখনো কোথাও নাম লেখাননি জাতীয় দলের আরেক তারকা মোস্তাফিজুর রহমান। লিটন ও মোস্তাফিজের দল পেতে হয়রান হওয়ার মূল কারণ পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়া। এবার গড়ে গতবারের চেয়ে পারিশ্রমিক অর্ধেক বা তার চেয়ে বেশি কমে গেছে।

মোস্তাফিজেরটা আমি জানি না। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক, যদি এ রকম হয়ে থাকে। ওরা জাতীয় দলের তারকা খেলোয়াড়। ওদের অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত। আমি কালও বলেছি, (ঢাকা) প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড। আমি আশা করি, এত বড় বড় ক্লাব আছে, কেউ না কেউ তাদের নেবে।

তামিম ইকবাল

এসব নিয়েও কথা বলেন এবার মোহামেডানের অধিনায়ক হিসেবে প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া তামিম, ‘মোস্তাফিজেরটা আমি জানি না। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক, যদি এ রকম হয়ে থাকে। ওরা জাতীয় দলের তারকা খেলোয়াড়। ওদের অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত। আমি কালও বলেছি, (ঢাকা) প্রিমিয়ার লিগ বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড। আমি আশা করি, এত বড় বড় ক্লাব আছে, কেউ না কেউ তাদের নেবে।’

কাল প্রথম দিনে মিরপুরে সকাল ৯টায় আবাহনী ও অগ্রণী ব্যাংক মুখোমুখি হবে। বিকেএসপির দুই মাঠে দিনের অন্য দুই ম্যাচে মোহামেডান গুলশান ইয়ুথের ও প্রাইম ব্যাংক রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী