বেশ জাঁকজমকপূর্ণ ট্রফি উন্মোচন অনুষ্ঠানই হলো। রঙিন পোশাকে অধিনায়কেরা দাঁড়ালেন, তাঁদের জন্য বড় মঞ্চ তৈরি ছিল আগেই। সবার গায়ে বিভিন্ন রঙের জার্সি, ট্রফিটা নিয়ে এলেন গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর নেতৃত্বে থাকা মোসাদ্দেক হোসেন।
এত সব আয়োজনের আড়ালে ঢাকা প্রিমিয়ার লিগে আছে অবশ্য বিষাদের সুর। এই টুর্নামেন্ট দেশের বেশির ভাগ ক্রিকেটারের জন্যই রুটি–রুজির উৎস। অথচ এবার প্রিমিয়ার লিগে পারিশ্রমিক কমে গেছে কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকের বেশি।
এ নিয়ে খেলোয়াড়দের আফসোস শোনা যাচ্ছিল আগে থেকেই। ওই সুর বাজল ট্রফি উন্মোচন মঞ্চেও। গত বিপিএলে পারিশ্রমিক নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। জাতীয় দলের সাবেক ও মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল সেটি মনে করেই যেন মিরপুরে আজ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বললেন, ‘আমি সব সময় মনে করি, প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড। খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিকের যেন নিশ্চয়তা থাকে। আমার তরফ থেকে এতটুকুই চাওয়া থাকবে।’
সর্বশেষ বিপিএলের পারিশ্রমিক এখনো অনেক ক্রিকেটার বুঝে পাননি। প্রিমিয়ার লিগেও এর আগে পুরো পারিশ্রমিক বুঝে না পাওয়ার অভিযোগ আছে। এসব নিয়ে তামিম বলেছেন, ‘ক্রিকেটটা ভালো হোক, পাশাপাশি আম্পায়ারিং নিয়ে আলোচনা হয়, সেগুলো বোর্ড দেখভাল করুক। আমরা যেন ভালোভাবে লিগটা শেষ করতে পারি। আবার বলব, আমার মূল অগ্রাধিকার হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিক পুরোপুরি পরিশোধ করা।’
তামিমের মতো একই কথা ছিল আবাহনীর অধিনায়ক মোসাদ্দেকের কণ্ঠেও। গত আসরের চ্যাম্পিয়ন দলের অনেক ক্রিকেটারই দল ছেড়েছেন এবার। পারিশ্রমিক ইস্যুতে এখনো প্রিমিয়ার লিগে ঠিকানা খুঁজে পাননি তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।
এসব নিয়ে মোসাদ্দেক আজ বলেছেন, ‘পেমেন্ট ইস্যুটা অনেক বড়, এই কারণে আমরা অনেকগুলো খেলোয়াড়কে ধরে রাখতে পারিনি এ বছর। আমার কাছে মনে হয় ঢাকা লিগে সবচেয়ে বড় ইস্যু পারিশ্রমিক। খেলোয়াড়েরা যেন পুরো পারিশ্রমিক পায়।’