দ্যা নিউ ভিশন

এপ্রিল ৭, ২০২৫ ০৫:২৮

এবার জিম আফ্রো টি-টেন লিগে খেলবেন রিশাদ

রিশাদ হোসেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হচ্ছেন রিশাদ হোসেন। সম্প্রতি বিগ ব্যাশে সুযোগ পাওয়া বাংলাদেশের লেগস্পিনার এবার জিম আফ্রো টি-টেন লিগে খেলবেন। হারারে বোল্টস সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিয়েছে। আজ নিলামের আগে সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি লিগ কর্তৃপক্ষ।

৬ দলের এই টুর্নামেন্টে রিশাদ হারারেতে দাসুন শানাকা, জিমি নিশাম, কেনার লুইসদের মতো সংক্ষিপ্ত সংস্করণে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গী হবেন। জিম আফ্রো টি-টেন লিগ শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর এবং টুর্নামেন্ট শেষ হবে ২৯ সেপ্টেম্বর।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী