চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে ইংল্যান্ডের। প্রথম দুই ম্যাচে হেরেছে ইংলিশরা— ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়িয়েছেন দলের অধিনায়ক জশ বাটলারও। আজ শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাই তাদের পাওয়ার তেমন কিছু নেই।
তবে এই ম্যাচে অবশ্য চোখ থাকবে বাংলাদেশেরও। নিশ্চয়ই ভাবছেন ইংল্যান্ড ও বাংলাদেশ তো ভিন্ন গ্রুপে, দুই দলের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে আগেই। তাহলে বাংলাদেশ কেন ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা ম্যাচে চোখ রাখবে? কারণটা কোনো সমীকরণ নয়, এই ম্যাচে ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ কিছু বাড়তি টাকা পাবে।
আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে। মানে বাংলাদেশ দলের কোষাগারে প্রায় ৩ কোটি টাকা এরই মধ্যে চলে এসেছে।
ইংল্যান্ড যদি আজ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়, তাহলে শূন্য পয়েন্ট নিয়েই ফিরতে হবে তাদের। পাকিস্তানের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে, স্বাগতিকদের পয়েন্ট সমান হলেও নাজমুল হোসেনদের চেয়ে রান রেটে পিছিয়ে আছে তারা।
এখন পুরো টুর্নামেন্ট মিলিয়ে বাংলাদেশ আছে সপ্তম স্থানে। ইংল্যান্ড হেরে গেলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে হবে ষষ্ঠ। তখন প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পাবে ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি পাবে বাংলাদেশ। দেশে ফিরে এলেও তাই নাজমুলরা মনে মনে ইংল্যান্ডের হার চাইতেই পারেন।