দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৩৭

পারফরম্যান্স করুণ, তারপরেও চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশের আয় কোটি টাকা

নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট পাওয়ার পর তাসকিনের উল্লাস

পারফরম্যান্সের করুণ দশা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে গিয়ে সবার আগেই বাদ পড়েছে বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে যে দুটি ম্যাচ খেলেছে, তাতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পরও বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফি থেকে কোটি টাকা আয় করছে। কীভাবে?

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশ পেতে যাচ্ছে অংশগ্রহণ ফি। এ ছাড়া ৮ দলের মধ্যে বাংলাদেশ যদি অষ্টমও হয়, তাহলেও আর্থিক পুরস্কার পাবে বাংলাদেশ।

আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে। মানে বাংলাদেশ দলের কোষাগারে ৩ কোটি টাকা এরই মধ্যে চলে এসেছে।

টাকার পরিমাণ আরও বাড়বে যদি বাংলাদেশ পাকিস্তানকে কাল হারাতে পারে। গ্রুপ পর্বে যে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি ৩৪ হাজার ডলার (৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা)। আগামীকাল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলবে। এই ম্যাচ জিতলে পাকিস্তানের চেয়ে ৪১ লাখ টাকা বেশি আয় করবে বাংলাদেশ দল।

প্রসঙ্গক্রমে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানিও জানিয়ে রাখা যেতে পারে। এবারের চ্যাম্পিয়নস ট্রফি যে দল জিতবে, তারা পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা টাকার হিসাবে ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা।

২০১৭ সালে সর্বশেষ আসরের চেয়ে এবার ৫৩ শতাংশ প্রাইজমানি বেড়েছিল। তবে বাংলাদেশের ফিরতে হচ্ছে কোনোভাবে সান্ত্বনা পুরস্কার নিয়েই।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হেরে যাওয়া দল প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ পাবে—১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ ২১২ টাকা)। সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে (প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৬০৬ টাকা)।

২০১৭ সালে সর্বশেষ আসরের চেয়ে এবার ৫৩ শতাংশ প্রাইজমানি বেড়েছিল। তবে বাংলাদেশের ফিরতে হচ্ছে কোনোভাবে সান্ত্বনা পুরস্কার নিয়েই।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী