দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৫:১৭

৭৭ করেও র‌্যাঙ্কিংয়ে পেছালেন নাজমুল, মুশফিক-মাহমুদউল্লাহর দুর্দশা এখানেও

নাজমুল পেছালেন আরও

রানের সঙ্গে নাজমুল হোসেনের বৈরী সম্পর্ক অনেক দিনের। বিপিএলে জাতীয় দলের অধিনায়ক হয়েও ফরচুন বরিশালের দল থেকে বাদ পড়েছিলেন। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচেও ব্যর্থ, আউট হন শূন্য রানে। সেই খরা কাটে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে।

নিউজিল্যান্ড ম্যাচে ১১০ বলে ৭৭ রানের টিপিকাল ওয়ানডে ইনিংসে খেলেন নাজমুল। ৭৭ রান করার পরও আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

গত সপ্তাহে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নাজমুলের অবস্থান ছিল ২৫ নম্বরে। যেখানে দুই ধাপ সরে নাজমুলের এখন অবস্থান ২৭ নম্বরে। ৯ ধাপ পিছিয়ে মুশফিকের অবস্থান ৪২ নম্বরে। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ৪০–এর বাইরে চলে গেছেন মুশফিক। মাহমুদউল্লাহ আছেন ৪৩ নম্বরে। তিনি পিছিয়েছেন ৭ ধাপ। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ১৮ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে।

ওয়ানডেতে ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে পরিবর্তন মাত্র একটি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা বিরাট কোহলি এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ নম্বরে। এক ধাপ পিছিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে একাদশে সুযোগ পাননি মিচেল। শীর্ষে আছেন যথারীতি শুবমান গিল।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন মহীশ তিকশানা, তাঁর দল শ্রীলঙ্কা অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে নেই। পরশু বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ৩১ ধাপ এগিয়েছেন স্পিনার মাইকেল ব্রেসওয়েল। এই স্পিনারের বর্তমান অবস্থান ২৬ নম্বরে। বাংলাদেশ পেসার তাসকিন এগিয়েছেন ৬ ধাপ, আছেন ৩০ নম্বরে। সেখানে মেহেদী হাসান মিরাজ আবার ৪ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে আছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী