দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:১৯

যেভাবে ৯০০ গোলের মাইলফলকে পৌঁছালেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্রিস্টিয়ানো রোনালদো—ফুটবল দুনিয়ার এক উজ্জ্বল তারকা। ইউরোপীয় ফুটবল ছেড়ে বর্তমানে আরব বিশ্বে খেলছেন, কিন্তু বয়স ৩৯ পেরিয়ে ৪০ এর দিকে এগিয়ে গেলেও তার গোলের নেশা কমেনি। বৃহস্পতিবার রাতে পর্তুগালের হয়ে নেশনস লিগে ক্যারিয়ারের ৯০০তম গোলটি করে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

রোনালদো ৯০০ গোলের চূড়ায় পৌঁছালেও থামার কোনো পরিকল্পনা তার নেই। তিনি আগেই জানিয়ে দিয়েছেন, হাজার গোলের অভূতপূর্ব মাইলফলক ছুঁতে চান। তিনি সফল হবেন কিনা, তা সময়ই নির্ধারণ করবে। আপাতত দেখে নেওয়া যাক, কীভাবে তার নামের পাশে ৯০০ গোল যুক্ত হলো:

গোলের হিসাব

রোনালদো এখন পর্যন্ত ১২৩৬ ম্যাচ খেলেছেন। ২০০২ সালের ৭ অক্টোবর, তার পঞ্চম ম্যাচে পেশাদার ক্যারিয়ারের প্রথম গোলটি করেন। সেই থেকে গোলের পথে তার যাত্রা শুরু হয়। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের দুই মেয়াদে তার গোল সংখ্যা ১৪৫টি। জাতীয় দলের জার্সিতে তার গোল ১৩১টি। জুভেন্টাসে ইউরোপীয় সাফল্য না পেলেও গোল করেছেন ১০১টি। আল নাসরের হয়ে ৬৮ গোল এবং কৈশোরের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে ৫ গোল করেছেন তিনি।

গোলের মৌসুম

২০১১-১২ মৌসুমে ক্যারিয়ারসর্বোচ্চ ৬৯ গোল করেছিলেন রোনালদো। সেবার রিয়াল মাদ্রিদের হয়ে ৬০ গোল এবং পর্তুগালের হয়ে ৯ গোল করে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

গোলের উৎস

রোনালদো প্রধানত ডান পায়ের ফুটবলার হিসেবে পরিচিত। ৯০০ গোলের মধ্যে ৫৭৪টি তার ডান পায়ে এসেছে। অপেক্ষাকৃত দুর্বল বাঁ পায়ে ১৭৩ গোল এবং হেডে ১৫১ গোল করেছেন তিনি।

প্রিয় প্রতিপক্ষ

রোনালদোর সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব সেভিয়া। এই দলটির বিপক্ষে তার গোল ২৭টি। রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তার গোল সংখ্যা ২৫টি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট