অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টসও হতে পারেনি। কাল ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। এই রাওয়ালপিন্ডিতেই আগামীকাল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যেটি টুর্নামেন্টে বাংলাদেশের শেষ ম্যাচ।
শুধু বাংলাদেশ নয়, স্বাগতিক পাকিস্তানেরও এটিই শেষ ম্যাচ। দুই দলের জন্যই চ্যাম্পিয়নস ট্রফিতে জয় পাওয়ার শেষ সুযোগ আগামীকাল। এই ম্যাচেও কি আছে বৃষ্টির সম্ভাবনা?
হ্যাঁ! এই ম্যাচেও বৃষ্টির ভালো সম্ভাবনা আছে। আগামীকাল রাওয়ালপিন্ডিতে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। অ্যাকুওয়েদার অনুযায়ী, এই দিনে বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ ৭৫ শতাংশ। বিবিসি ওয়েদার বলছে, স্থানীয় সময় বেলা দুইটায় ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ, যা পরে ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
চ্যাম্পিয়নস ট্রফিতে আজ ইংল্যান্ড খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচটি হবে অবশ্য লাহোরে। এখানে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অ্যাকুওয়েদার অনুযায়ী, আজ বৃষ্টির সম্ভাবনা মাত্র ৭ শতাংশ। তবে ২৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের আবহাওয়া আরও খারাপ হতে পারে, যেখানে বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত।
বিবিসি ওয়েদারের পূর্বাভাসও একই রকম। ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের জন্য বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ ৫ শতাংশ। কিন্তু আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ২৬ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে।
করাচিতে হতে যাওয়া ১ মার্চের ম্যাচটিতে অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচটিতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বিবিসি ওয়েদার ও অ্যাকুওয়েদার। দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে ভারত-নিউজিল্যান্ড। সেদিনও ম্যাচ চলাকালীন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।