দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০২:২৬

প্রতিপক্ষ কোচের ঘাড় ধরে জরিমানা গোনার পর গোল করে দলকে জেতালেন মেসি

লিওনেল মেসি

একই ম্যাচে দুজনে গোল করে অনেকবার দলকে জিতিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এবার এক ম্যাচে জরিমানাও গুনলেন ইন্টার মায়ামির এই দুই তারকা। সেটা আবার একই ধরনের ভুলের জন্য।

২৩ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচে মেসি নিউইয়র্ক সিটির কোচ ও সুয়ারেজ এক খেলোয়াড়ের ঘাড়ে হাত দেওয়ার শাস্তি পেয়েছেন। মঙ্গলবার মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি তাদের অর্থ জরিমানার সিদ্ধান্ত জানিয়েছে। যদিও টাকার পরিমাণটা জানানো হয়নি।

সেদিন ম্যাচের শেষ বাঁশির পর হলুদ কার্ড পাওয়া মেসি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। রেফারি আলেক্সিস দা সিলভার সঙ্গে বাগ্‌বিতণ্ডার কারণে তিনি হলুদ কার্ড দেখেন। মেসি নিউইয়র্কের সহকারী কোচ মেহদি বালুশির সঙ্গে কী যেন একটা বলছিলেন, তখন দুজন মায়ামি সহকারী কোচ তাকে থামানোরও চেষ্টা করেন। এই চেষ্টায় তারা প্রাথমিকভাবে সফলও ছিলেন, মেসি প্রথমে হাঁটতে শুরু করেন।

কিন্তু পরে আবার বালুশির দিকে ফিরে যান। তিনি তাঁর ডান হাত বালুশির ঘাড়ে রাখেন এবং জোরে চেপে ধরেন। যা লিগে প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার নীতিমালা লঙ্ঘন।

নিউইয়র্ক সিটির বিপক্ষে ওই ম্যাচেরই অন্য এক ঘটনায় ইন্টার মায়ামির ফরোয়ার্ড লুইস সুয়ারেজকেও জরিমানা করা হয়েছে। ম্যাচের প্রথমার্ধ শেষে নিউইয়র্কের ডিফেন্ডার বার্ক রিসার ঘাড় পেছন থেকে চেপে ধরেছিলেন সুয়ারেজ। ম্যাচটিতে মায়ামি জিততেও পারেনি। শেষ মুহূর্তে গোল করে ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসিরা।

শাস্তি পাওয়া মেসি ও সুয়ারেজ আজ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে গোল করে দলকে জিতিয়েছেন। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে কানসাস সিটির বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে মেসির মায়ামি। ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

সুয়ারেজের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণ করেন, এরপর বল মাটিতে পড়লে হাফ-ভলিতে নেন জোরালো শট। তাতে ক্যানসাস সিটির গোলরক্ষক জন পুলস্ক্যাম্প পরাস্ত হন। এক সপ্তাহে ৩টি ম্যাচ খেলা মেসিকে দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয়।

কারণ, প্রথমার্ধেই মায়ামির জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। মেসির পর প্রথমার্ধেই দুটি গোল করেন তাদেও আলেন্দে ও লুইস সুয়ারেজ। নিউইয়র্কের মেমো রদ্রিগেজ ৬৩ মিনিটে একটি গোল শোধ করেন। প্রথম লেগেও জিতেছিলেন মেসিরা। ১-০ গোলে জয়ে সেই ম্যাচেও গোল পেয়েছিলেন মায়ামি অধিনায়ক। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে মায়ামি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী