দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১৩:৩৯

পাকিস্তান এখন বাংলাদেশের দিকে তাকিয়ে

ভারতের কাছে হারের পর হতাশ পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে গতকাল পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের আরেকটি জায়গা ফাঁকা আছে। আর এই জায়গার জন্য লড়াইটা ত্রিমুখী—নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ২ পয়েন্ট পাওয়ায় এ লড়াইয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশকে হারাতে পারলেই ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে নিউজিল্যান্ড। দুই ম্যাচের দুটিতে হেরে এ লড়াইয়ে সবার পেছনে আছে স্বাগতিক পাকিস্তান। তবে কাগজে–কলমে এখনো পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আছে। এ জন্য অবশ্য তাদের আপাতত নির্ভর করতে হবে বাংলাদেশের ওপর।

রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনালের আশা টিকে থাকবে পাকিস্তানেরও। সে ক্ষেত্রে তিন দলকেই তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে।

‘এ’ গ্রুপের শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। সেই দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে সেমিফাইনালের ভাগ্য। নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে, পাকিস্তানই সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে।

আর নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জেতে, তখন সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ড যদি ভারতকে হারায় এবং বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে যায়, সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড।
এর বাইরেও একটি হিসাব থাকবে। নিউজিল্যান্ড ও বাংলাদেশ দুই দলই যদি নিজেদের ম্যাচ জেতে, তখন দুই দলেরই পয়েন্ট হবে ৪ করে। সে ক্ষেত্রে সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটে। তবে এসব জটিল হিসাবের প্রয়োজন হবে তখনই, যখন বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ