তুষারপাত ও তীব্র ঠান্ডায় লিওনেল মেসির ফুটবল খেলাটা ঠিক জমে না। ভোগান্তি পোহাতে হয়। ২০২১ সালে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছিলেন লুইস সুয়ারেজ। দুজনে তখন বার্সেলোনা–সতীর্থ, এখন ইন্টার মায়ামিতে। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে এ বছরের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামবে মায়ামি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে স্পোর্টিং কেসির মুখোমুখি হবে মেসি-সুয়ারেজদের দল। এই ম্যাচের আগে সুয়ারেজ নিশ্চয়ই মেসিকে সাহস জোগাচ্ছেন!
সাহস? আর্জেন্টাইন কিংবদন্তিকে ফুটবল ম্যাচে সাহস জোগাতে হবে—এমন ভাবনাই ধৃষ্টতার শামিল! আসলে সমস্যা অন্যখানে। ঠান্ডা! ম্যাচটি খেলতে কানসাস সিটিতে যাবে মায়ামি। দক্ষিণ ফ্লোরিডার গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় অভ্যস্ত মায়ামিকে মানিয়ে নিতে হবে কানসাস সিটির প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের সঙ্গে।
আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শুরুর সময় এই ম্যাচের ভেন্যু চিলড্রেনস মার্সি পার্কের তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। হিমেল বাতাসের কারণে এটা শরীরে মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হতে পারে বলে জানানো হয়েছে। তুষারপাতের সম্ভাবনাও শতকরা ৭৫ শতাংশ। সংবাদমাধ্যম জানিয়েছে, ৯ থেকে ১১ ইঞ্চি পুরু তুষারপাত হতে পারে। এমন প্রতিকূল পরিবেশে মেসির এই ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দক্ষিণ ফ্লোরিডা থেকে উঠে আসা সংবাদকর্মী ফ্রাঙ্কো পানিজো ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের ফুটবল কাভার করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পানিজোর দাবি, ‘সূত্ররা আমাকে জানিয়েছে, এই ভয়ানক ঠান্ডার মধ্যে (স্থানীয় সময়) মঙ্গলবার স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে খেলতে চান না মেসি। তিনি খেলবেন নাকি খেলবেন না, তা এখনো নিশ্চিত হয়নি। তবে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম ম্যাচে মেসির না খেলার সম্ভাবনা আছে।’
যুক্তরাষ্ট্রের মাটিতে এর আগে সবচেয়ে ঠান্ডা পরিবেশের মধ্যে ফুটবল ম্যাচ খেলার রেকর্ড ২০১৯ সালে। মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কলোরাডো র্যাপিডসের মুখোমুখি হয়েছিল পোর্টল্যান্ড টিম্বার্স।
তবে মায়ামি-স্পোর্টিং কেসি ম্যাচ স্থগিত হওয়ার সম্ভাবনাও আছে। মায়ামি হেরাল্ড জানিয়েছে, দুই দল এরই মধ্যে এ বিষয়ে কনক্যাকাফ অফিশিয়ালদের সঙ্গে যোগাযোগ করেছে। বরফশীতল আবহাওয়ার সঙ্গে তুষারপাত হলে ম্যাচটি স্থগিতও হতে পারে। স্পোর্টিং কেসি সভাপতি জ্যাক রিড বলেছেন, ‘ঠান্ডা আলাদা বিষয়—তুষারপাত কেমন হয়, সেটা আমরা দেখব। আমরা প্রস্তুত থাকব। পার্কিং লট, হাঁটার জায়গা পরিষ্কার করার পাশাপাশি ভক্তদের নিরাপদে (স্টেডিয়ামে) আসা নিয়েও ভাবছি আমরা।’