দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১৭:৫৮

চ্যাম্পিয়নস ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় হার বাংলাদেশের

একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচ খেলে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা থাকে সবার। বাংলাদেশের উল্টো কমল কি না—   এখন এই প্রশ্ন উঠে যাওয়া অস্বাভাবিক নয়। ডিসেম্বরের পর ওয়ানডে সংস্করণের কোনো ম্যাচ না খেলেই নামতে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে। ওই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সামনে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে।

সেই ম্যাচে বাংলাদেশ হেরে গেল পাকিস্তান শাহিনসের কাছে। পাকিস্তান ‘এ’ দলই শাহিনস নামে পরিচিত। তবে বাংলাদেশের বিপক্ষে খেলা দলটিকে পুরোপুরি ‘এ’ দল বলারও উপায় নেই। চ্যাম্পিয়নস ট্রফির আগে দলগুলোর প্রস্তুতিতে সাহায্য করার জন্য শাহিনস নামে তিনটি দল গড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই তিন শাহিনসের একটির বিপক্ষে আজ দুবাইয়ে নাজমুল হোসেনের দল ৩৮.২ ওভারে অলআউট হয়ে যায় ২০২ রান করে। ৩৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় পাকিস্তান শাহিনস।

বাংলাদেশের তিন বোলার নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান একটি করে উইকেট নেন। শাহিনসের পক্ষে সর্বোচ্চ ৬২ বলে ৭৬ রান করেন মোহাম্মদ হারিস, অপরাজিত থেকে ৬৫ রান করেন মুবাসির খান।

স্কোয়াডের সবাই ব্যাট ও বল করতে পারবেন (আউট হবেন সর্বোচ্চ ১০ ব্যাটসম্যান), এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। অবশ্য স্বীকৃত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও পারভেজ হোসেন ইমন ব্যাট করেননি।

বাংলাদেশ প্রথম ওভারেই উইকেট হারায়। তৃতীয় বলে ৬ রান করে বোল্ড হয়ে হয়ে যান ওপেনার তানজিদ হাসান। আরেক ওপেনার সৌম্য সরকারও বেশি দূর এগোতে পারেননি, ৩৮ বলে ৩৫ রান করে হন রানআউট।

বাংলাদেশের পরের ব্যাটসম্যানরাও তেমন সুবিধা করতে পারেননি। ফিফটি করতে পারেননি কেউ। চার নম্বরে  নেমে ৫৩ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন মেহেদী হাসান মিরাজ। তিনে নামা অধিনায়ক নাজমুল ২১ বলে আর তাওহিদ হৃদয় ৩৩ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান।

টপ অর্ডারে এমন ব্যর্থতার পর মিডল অর্ডার ব্যাটাররাও তাদের পথই ধরেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৭ বলে ৭, জাকের আলী ৫ বলে ৪ ও রিশাদ হোসেন ১৫ বলে ১৪ রান করেন। পেসার তানজিম হাসান তুলনামূলক ভালো করেছেন বাকিদের চেয়ে। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কার ইনিংসে ৩০ রান করেন তিনি। ১৬ বলে ১৫ রান আসে নাসুম আহমেদের ব্যাটে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ