দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১১:০৮

কেমন হলো বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি

চ্যাম্পিয়নস ট্রফির জার্সি গায়ে মেহেদী হাসান মিরাজ

বড় কোনো টুর্নামেন্ট মানেই নতুন জার্সি—এ নিয়ে বাংলাদেশে আলোচনা–সমালোচনাও হয় অনেক। এবার যখন চ্যাম্পিয়নস ট্রফি ঘনিয়ে আসছে, তখনো অনেকের আগ্রহ—কেমন হলো এবারের জার্সি?

সবার কৌতূহল মিটিয়ে আজ সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করা হয়েছে ওই ভিডিওতে।

জার্সির নিচের অংশে সোনালি রঙে বাঘের মুখের অবয়ব। সঙ্গে চিরাচরিতভাবেই লাল ও সবুজের মিশ্রণও আছে বাংলাদেশের জার্সিতে। জার্সি উন্মোচনের ভিডিওতে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, নাহিদ রানা, তানজিম হাসান ও নাসুম আহমেদকে।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে এবারের চ্যাম্পিয়নস ট্রফির। বাংলাদেশের প্রথম ম্যাচ পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে। রাউয়ালপিন্ডিতে পরের দুই ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী