দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২০, ২০২৫ ০২:০৫

কক্সবাজারের মেরিন ড্রাইভে প্রথমবার ২০০ কিলোমিটার ম্যারাথন

কক্সবাজারে ম্যারাথন

২০ ফেব্রুয়ারি কক্সবাজারের মেরিন ড্রাইভে শুরু হচ্ছে দেশের দীর্ঘতম আলট্রা-ম্যারাথন ‘কোস্টাল আলট্রা ২০২৫’। ২০০ কিলোমিটার দূরত্বের এই আলট্রা–ম্যারাথন চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

‘সমুদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্য নিয়ে তিন দিনের এই আলট্রা–ম্যারাথনের আয়োজন করেছে অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’।
আলট্রা-ম্যারাথন বা আলট্রা রান হচ্ছে একধরনের দীর্ঘ দূরত্বের দৌড়, যেখানে গতানুগতিক ম্যারাথন দৌড়ের দূরত্ব ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দৈর্ঘ্যের দৌড় আয়োজন করা হয়ে থাকে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ