দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১৯:৪১

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়া লিটন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে

বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দিয়েছেন লিটন দাস।

চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা ক্রিকেটাররা এখন দুবাইয়ে, প্রস্তুতি নিচ্ছেন মাঠে নামার। ফর্মের কারণে চ্যাম্পিয়নস ট্রফি দলে জায়গা না পেলেও বসে নেই লিটন দাসও।

বিপিএলের পর কয়েকদিন ছুটি কাটিয়ে আজ বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দিয়েছেন লিটন। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজই টাইগার্সের ক্যাম্প শুরু হয়েছে।

মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস প্রথম আলোকে জানিয়েছেন, দলগুলোর প্রস্তুতি শুরু হওয়ার আগ পর্যন্ত টাইগার্সের ক্যাম্প চলবে। চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ না পাওয়া ও জাতীয় দলের আশপাশে আছেন এমন ক্রিকেটাররা এতে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ টাইগার্সের এই ক্যাম্প পরিচালনা করছেন দেশি কোচেরা। তত্ত্বাবধানে আছেন সোহেল ইসলাম। শুরুটা ফিটনেসের কাজ দিয়ে হলেও পরে স্কিল অনুশীলন করবেন ক্রিকেটাররা। ১০-১২ দিনের এই ক্যাম্পের বিষয়ে নাফীস বলেছেন, ‘প্রিমিয়ার লিগের আগের যে সময়টা আছে, তখন যেন জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররা অনুশীলনের ভেতর থাকতে পারে। লিগ শুরু হলে সবাই নিজেদের দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন।’

আন্তর্জাতিক বা ঘরোয়া ব্যস্ততা না থাকলেও শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন ব্যস্ততা অনেক। একাডেমি মাঠে অনূর্ধ্ব-১৯ দলের পাশেই প্রিমিয়ার লিগের অনুশীলন করছেন নারী ক্রিকেটাররা। এর মধ্যে আজ থেকে টাইগার্স ক্যাম্প শুরু হয়েছে ইনডোরে।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। পরদিন বাংলাদেশ মাঠে নামবে ভারতের বিপক্ষে। নাজমুল হোসেনদের পরের দুটি ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি, যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। চ্যাম্পিয়নস ট্রফিতে কেউ চোটে  পড়লে যেন বিকল্প তৈরি থাকে, বাংলাদেশ টাইগার্স ক্যাম্প তারও প্রস্তুতি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ