‘বাংলাদেশের ভক্তরা শুনলে রাগ করতে পারেন, কিন্তু তারা সেমিফাইনালে যাওয়ার মতো দল নয়।’
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে সেটাই বলেছেন তিনি। নাজমুলের কথা শুনে যাঁদের প্রত্যাশা একটু বেড়ে গিয়েছিল, তাঁদের আসলেই ‘আশাহত’ করতে পারে এবি ডি ভিলিয়ার্সের কথা। দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা মনে করেন, বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও যেতে পারবে না!
নিজের ইউটিউব চ্যানেল ‘এবিডিভিলিয়ার্স৩৬০’–এ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির দলগুলোর শক্তি–দুর্বলতা পর্যালোচনা করে একটি ভিডিও দিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি। সেখানে এসেছে বাংলাদেশ প্রসঙ্গও, যদিও সমর্থকদের জন্য খুব আশার কথা শোনাননি তিনি। এ জন্যই এবিডি ভিলিয়ার্সের শঙ্কা— তাঁর কথা শুনে রাগও করতে পারেন বাংলাদেশের সমর্থকেরা।
সত্যি বলতে আমার মনে হয় না তারা নকআউট পর্বে যেতে পারবে। বাংলাদেশের ভক্তরা আমার ওপর রাগ করতে পারেন এটা বলায়, কিন্তু আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে তিনি বলেছেন, ‘সত্যি বলতে আমার মনে হয় না তারা নকআউট পর্বে যেতে পারবে। বাংলাদেশের ভক্তরা আমার ওপর রাগ করতে পারেন এটা বলায়, কিন্তু আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে।’
দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ২০ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে তারা পরের দুটি ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারির ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। তার আগে আগামীকাল দুবাইয়ের আইসিসি একাডেমি পাকিস্তান শাহীনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ ম্যাচ খেলবে তারা।
বাংলাদেশ দল নিয়ে পর্যালোচনায় ডি ভিলিয়ার্স একটা আশার কথাও শুনিয়েছেন। তাঁর ধারণা, গ্রুপ পর্বে তিন প্রতিপক্ষের যে কাউকে হারিয়ে চমক দেখাতে পারে নাজমুলের দল, ‘বাংলাদেশ একটা অঘটন ঘটাতে পারে। তারা ভালো দল, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নয়। তবু বাংলাদেশের সমর্থকদের জন্য শুভকামনা রইল।’
বাংলাদেশের কিছু ক্রিকেটারকে নিয়ে আলাদা করেও কথা বলেছেন ডি ভিলিয়ার্স। দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদকে নিয়ে তাঁর মন্তব্য, ‘দলে তাসকিন আছে, ভালো ডানহাতি পেসার। মিরাজও ভালো অলরাউন্ডার। মাহমুদউল্লাহর খেলা দেখেও ভালো লাগে।’ অধিনায়ক নাজমুলকে নিয়ে বলেছেন, ‘সে খুবই কার্যকর ও ধারাবাহিক। এ জন্য হয়তো তাকে অধিনায়ক হিসেবে দেখে খুশি হবে (বাংলাদেশ দলের সমর্থকেরা)।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সাবেক তারকা ক্রিকেটারদের নেতিবাচক মন্তব্য শোনা গেছে আগেও। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং যেমন বাংলাদেশের চেয়ে এগিয়ে রেখেছেন আফগানিস্তানকে। পন্টিংয়ের মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে দেশ ছাড়ার আগে নাজমুল কোনো মন্তব্য করতে চাননি। এবার ভিলিয়ার্সের মূল্যায়ন নিয়ে কী বলবেন তিনি?
নাকি জবাবটা সম্ভবত মাঠেই দিতে চাইবেন বাংলাদেশ অধিনায়ক!