চ্যাম্পিয়নস ট্রফির জন্য একটা ক্রমতালিকা করা হলো, বাংলাদেশ ওখানে কত নম্বরে থাকবে বলে আপনার ধারণা? পারফরম্যান্স বা পরিসংখ্যানে সেরা তিনে থাকার সম্ভাবনা খুব একটা নেই। নানা নামে হওয়া আট আসরে বাংলাদেশের প্রাপ্তি বলতে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলা।
এবার আরেকটি চ্যাম্পিয়নস ট্রফি যখন দোরগোড়ায়, বাংলাদেশ একটি দিক থেকে আছে অস্ট্রেলিয়ার পরই। যারা কেবল একবার সেমিফাইনাল খেলেছে, তারা আবার দুইয়ে থাকে কী করে—প্রশ্নটা আসা স্বাভাবিক। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি খেলার অভিজ্ঞতা আছে—এমন ক্রিকেটারের সংখ্যায় অস্ট্রেলিয়ার পরই আছে বাংলাদেশ।
স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড—এই সাত অস্ট্রেলিয়ান আগেও খেলেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে। ম্যাক্সওয়েল ও স্টার্কের অভিজ্ঞতা একটু বেশি—তাঁরা এবার তৃতীয়বারের মতো খেলবেন এই টুর্নামেন্ট।
চ্যাম্পিয়নস ট্রফির এবারের স্কোয়াডে আছেন, আগেও এই টুর্নামেন্টে খেলছেন; বাংলাদেশের এমন ক্রিকেটারের সংখ্যা ছয়—২০১৭ সালে বাংলাদেশকে সেমিফাইনালে তোলা ওই দলের সদস্য ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
এ জায়গায় বাংলাদেশের পরই আছে ভারত, দলটির পাঁচজন ক্রিকেটার আগে চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন—বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামি। এর মধ্যে কোহলি ও রোহিত এবার খেলতে যাচ্ছেন তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফি।
এবার পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি হওয়া নিয়ে নানা নাটকীয়তা হয়েছে, এই টুর্নামেন্ট একবার হয়েছিল বাংলাদেশেও। তখন টেস্ট স্ট্যাটাসও পায়নি বাংলাদেশ। ১৯৯৮ সালে ‘ইন্টারন্যাশনাল কাপ’ নামে হওয়া ওই টুর্নামেন্টের শিরোপা গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়। দুই বছর বাদে কেনিয়ায় নাম বদলে হওয়া ‘আইসিসি নকআউটের’ ট্রফি জিতেছিল নিউজিল্যান্ড।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নাম পায় মূলত ২০০২ সালে এসে, সেবার শিরোপা ভাগাভাগি করে শ্রীলঙ্কা ও ভারত। এরপর ২০০৪–এ ওয়েস্ট ইন্ডিজ; ২০০৬ ও ২০০৯ সালে অস্ট্রেলিয়া; ২০১৩–তে ভারত এবং ২০১৭–তে এসে জেতে পাকিস্তান।
এই আট আসরের অন্তত একটিতে খেলেছেন, এমন তিনজন করে ক্রিকেটার আছেন চারটি দলে। নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনের এ নিয়ে তৃতীয় ও টম ল্যাথাম-মিচেল স্যান্টনার খেলবেন দ্বিতীয় চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানেরও তিনজন আছেন, তবে তাঁদের এটি দ্বিতীয় টুর্নামেন্ট—বাবর আজম, ফখর জামান ও ফাহিম আশরাফ।
তিনজন আছেন ইংল্যান্ডেরও—জো রুট, জস বাটলার তৃতীয় এবং দ্বিতীয় চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাচ্ছেন আদিল রশিদ। দক্ষিণ আফ্রিকার জন্যও সংখ্যাটা সমান—ডেভিড মিলার, কাগিসো রাবাদা ও কেশব মহারাজ খেলবেন নিজেদের দ্বিতীয় চ্যাম্পিয়নস ট্রফি।