দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:২৫

ম্যাচের আগে আনহেল দি মারিয়াকে শ্রদ্ধা জানাবে আর্জেন্টিনা

আনহেল দি মারিয়া

লিওনেল স্কালোনি ঘরের মাঠে তার শিষ্যের বিদায় দেখতে চেয়েছিলেন এবং আনহেল দি মারিয়াকে আরেকটি ম্যাচ খেলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তবে দি মারিয়া গুরুর অনুরোধ প্রত্যাখ্যান করে কোপা আমেরিকার ফাইনালকে তার শেষ ম্যাচ হিসেবে ঘোষণা করেছেন। যদি তিনি স্কালোনির অনুরোধ মেনে নিতেন, তবে আগামীকাল ভোরে মনুমেন্টাল স্টেডিয়ামে খেলতে পারতেন এবং ৬০ হাজার সমর্থক তাকে বিদায়ী সম্মান জানাতে পারতেন। যদিও সমর্থকরা সেই সুযোগ পাননি, তবে আগামীকাল চিলি-আর্জেন্টিনা ম্যাচের আগে দি মারিয়াকে একটি বিশেষ বিদায়ী সংবর্ধনা দেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ একটি ভিডিও পোস্ট করে এই সম্মানের ইঙ্গিত দিয়েছে। ভিডিওতে লেখা হয়েছে, ‘আগামীকাল তার মুহূর্ত। আমরা তাকে শ্রদ্ধা জানাব। আমরা আশা করি, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (আর্জেন্টিনার সময়) আমাদের সঙ্গে থাকবেন।’

বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ভোর ৬টায় চিলির বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের এই ম্যাচে নতুন এক যুগের শুরু হতে চলেছে। দি মারিয়ার অবসরের সঙ্গে চোটের কারণে লিওনেল মেসি এই ম্যাচে থাকবেন না। দুই কিংবদন্তিকে ছাড়াই মাঠে নামবে আলবিসেলেস্তারা। দুই তারকার জার্সির উত্তরসূরি হিসেবে কে থাকবেন, তা নিয়ে একটি ধারণা দিয়েছেন স্কালোনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি আগে পরেছিল আনহেল কোরেয়া। এই জার্সির একজন মালিক আছেন, এবং আমরা জানি তিনি কে। এটি এমন একটি জার্সি যা আমাদের কাছে বিশেষ।’

মেসির অনুপস্থিতিতে কোরেয়া পরলেও চিলির বিপক্ষে স্কোয়াডে নেই তিনি। তাই ১০ নম্বর জার্সির মালিক হতে পারেন দেড় বছর পর দলে ডাক পাওয়া পাওলো দিবালা। ১১ নম্বর জার্সির মালিক হতে পারেন জিওভান্নি লো চেলসো, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকতে পারেন নিকোলাস গঞ্জালেস।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট