দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:১৯

আর্জেন্টিনা দলের মেসির ১০ নম্বর এবং দি মারিয়ার ১১ নম্বর জার্সি এখন কারা পরবেন?

ফুটবলের অমর জুটি মেসি ও দি মারিয়া

আর্জেন্টিনা দলের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে চিলির বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা।

এটি শুধুমাত্র একটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ নয়, বরং নতুন এক শুরু হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ৬ ম্যাচে ৫ জয় নিয়ে ১৫ পয়েন্টসহ দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের শীর্ষে আছে আর্জেন্টিনা। তবে, কেন এই নতুন শুরু? কারণ, এই ম্যাচে আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ও তারকা আনহেল দি মারিয়া অনুপস্থিত।

দি মারিয়া ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন, যেটি কোপা আমেরিকার ফাইনালে জয়ী হওয়ার পর ঘোষণা করেছিলেন। অন্যদিকে, মেসি চোটের কারণে খেলছেন না। তবে, মেসি আবার কবে আর্জেন্টিনা জার্সিতে ফিরবেন তা স্পষ্ট নয়। এই অবস্থায়, স্কালোনির আর্জেন্টিনা দল চিলির বিপক্ষে ম্যাচটিকে একটি নতুন শুরু হিসেবে মনে করছে।

নতুন শুরু উপলক্ষে, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হচ্ছেন—মেসি ও দি মারিয়ার অনুপস্থিতিতে তাদের ১০ ও ১১ নম্বর জার্সি কে পরবেন? এই প্রশ্নের মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে, স্কালোনি মেসি ও দি মারিয়ার উত্তরসূরি হিসেবে আপাতত কাদের ভাবছেন।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি এই প্রশ্নের সহজ ও সরল উত্তর দিয়েছেন। তার মতে, “লিও আগেও যখন অনুপস্থিত ছিল, আনহেল কোরেয়া ১০ নম্বর জার্সি পরেছিল। ১০ নম্বর জার্সির একজন মালিক রয়েছে, এটি কোনো সমস্যা নয়। বর্তমানে ১১ নম্বর জার্সির মালিক নেই। কে এটি পরবে, সেই পরিকল্পনা আমাদের আছে। দেখা যাক, কাকে এটা পরতে দেওয়া হয়।”

১০ নম্বর জার্সির একজন মালিক রয়েছে বলতে স্কালোনি মেসির কথা বুঝাতে চেয়েছেন, কারণ মেসি এখনও অবসর নেননি, তিনি শুধুমাত্র চোটের কারণে খেলছেন না। সংবাদ সম্মেলনে মেসির বর্তমান অবস্থা ও দলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, স্কালোনি বলেছেন, “আমি মেসির সঙ্গে কথা বলেছি। তাকে এখন দলে রাখা একটু আগেভাগেই হয়ে যাবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট