আর ১১ দিন পরেই চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের সেই বৈশ্বিক টুর্নামেন্টের আগে মূল আয়োজক পাকিস্তানে আজ থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় এক ওয়ানডে টুর্নামেন্ট। পাকিস্তান ছাড়াও যে টুর্নামেন্টে আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট ফিরিয়ে এনেছে প্রায় ভুলতে বসা ‘ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ’ কথাটা।
এবারের আগে সর্বশেষ কবে ত্রিদেশীয় সিরিজ হয়েছে মনে আছে? একটু সাহায্য করা যাক। ওয়ানডেতে বাংলাদেশের পুরুষ দলের নামের পাশে ‘চ্যাম্পিয়ন’ শব্দটা যে সেই একবারই বসেছে।
হ্যাঁ, ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত সেই ত্রিদেশীয় সিরিজই সর্বশেষ তিন জাতি ওয়ানডে টুর্নামেন্ট হয়েছিল। বাংলাদেশ ও আয়ারল্যান্ড ছাড়াও টুর্নামেন্টে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ডাবলিনের মালাহাইডে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর গত ছয় বছরে টি-টোয়েন্টির চাপে হারিয়ে গিয়েছিল ত্রিদেশীয় সিরিজ।
অথচ একটা সময় অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে নিয়মিতই বসত তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। ওয়ানডে ইতিহাসে এ পর্যন্ত ১২১টি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হয়েছে। এর ৫৫টিই হয়েছে এই দুই দেশে—অস্ট্রেলিয়ায় ৩১টি ও আমিরাতে ২৪টি।
১৯৭৯-৮০ মৌসুম থেকে ২০০৭-০৮ মৌসুম পর্যন্ত টানা ২৯ বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় বসত ত্রিদেশীয় সিরিজ। স্পনসর কোম্পানির নামানুসারে শুরুর দিকে যেটি পরিচিত ছিল বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজ কাপ নামে। পরে কার্লটন অ্যান্ড ইউনাইটেড সিরিজ, ভিবি সিরিজ ও কমনওয়েলথ ব্যাংক সিরিজ নামকরণ হয়েছিল। ২০০৭-০৮ মৌসুমে পর ২০১১-১২ ও ২০১৪-১৫ মৌসুমে দুবার ত্রিদেশীয় টুর্নামেন্ট হয়েছিল অস্ট্রেলিয়ায়। এরপর সে দেশে আর হয়নি এমন টুর্নামেন্ট।
একটা সময় বছরে দুবার ত্রিদেশীয় টুর্নামেন্টও হয়েছে আরব আমিরাতে। সেই দেশে সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট। ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনে এরপরই আছে শ্রীলঙ্কা। ১১ বার এমন টুর্নামেন্ট হয়েছে দ্বীপদেশটিতে, সর্বশেষ ২০১০ সালে।
সাতবার ত্রিদেশীয় টুর্নামেন্ট হয়েছে তিনটি দেশে—বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড। বাংলাদেশে প্রথম ত্রিদেশীয় টুর্নামেন্ট হয়েছে ১৯৯৮ সালে, ইনডিপেনডেন্স কাপ। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে নিয়ে আয়োজিত সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনালে পাকিস্তানের ৩১৪ রান টপকে জিতেছিল ভারত। সে সময়ে ওয়ানডেতে রান তাড়ার বিশ্ব রেকর্ড ছিল সেটিই।
বাংলাদেশে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ হয়েছে ২০১৮ সালে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত সেই টুর্নামেন্টে বাংলাদেশকে ৭৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।
পাকিস্তান মাত্র তৃতীয়বার আয়োজন করছে ত্রিদেশীয় সিরিজ। এবারের আগে সর্বশেষ ২০০৪ সালে পেপসি কাপে স্বাগতিক পাকিস্তান ছাড়াও ছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। লাহোরে ফাইনালে পাকিস্তানকে ১১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।
২০ বছর পর সেই লাহোরেই হচ্ছে এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচ। সেখানে দুই ম্যাচের পর লিগ পর্বের শেষ ম্যাচ ও ফাইনাল হবে করাচিতে।
পাকিস্তান ত্রিদেশীয় টুর্নামেন্টের সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
---|---|---|---|
৮ ফেব্রুয়ারি | পাকিস্তান–নিউজিল্যান্ড | লাহোর | বেলা ৩টা |
১০ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা | লাহোর | সকাল ১০–৩০ মি. |
১২ ফেব্রুয়ারি | পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা | করাচি | বেলা ৩টা |
১৪ ফেব্রুয়ারি | ফাইনাল | করাচি | বেলা ৩টা |