দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২৩:০৩

‘কঠিন ম্যাচ’ই ৫ গোলে জিতে সেমিফাইনালে বার্সেলোনা

হ্যাটট্রিক করেছেন ফেরান তোরেস

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচ ৭–১ গোলে জিতেছিল বার্সেলোনা। একই দলের বিপক্ষে গতকাল রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল কাতালান ক্লাবটি। আগের ম্যাচে বড় জয়ের পরও এই ম্যাচটাতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল বার্সা খেলোয়াড়দের।

মাঠের লড়াইয়ে অবশ্য কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। এবার ফেরান তোরেসের হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। দলের হয়ে অন্য দুই গোল করেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল। এ জয়ের পথে দুই ম্যাচ মিলিয়ে ভ্যালেন্সিয়ার জালে বার্সা বল জড়িয়েছে ১২ বার।

ভ্যালেন্সিয়ার মাঠে দলটিরই সাবেক খেলোয়াড় তোরেসের গোলে বার্সার এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৩ মিনিট। এরপর ৩০ মিনিটে নিজের হ্যাটট্রিকও পূরণ করে নেন তোরেস। আর মাঝে ২৩ মিনিটে গোল করেন লোপেজও। অর্থাৎ প্রথম আধা ঘণ্টায় ৪ গোল করে ম্যাচটাই একরকম শেষ করে দেয় বার্সা। পরবর্তীকালে অবশ্য ৫৯ মিনিটে বার্সার হয়ে আরও এক গোল করে ব্যবধান ৫–০ করেন ইয়ামাল।

বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে হ্যাটট্রিক করা তোরেস বলেন, ‘আমরা ভেবেছিলাম এটা খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ, মেস্তায়ায় খেলা সব সময় কঠিন। আমাদের ভাগ্য ভালো যে আমরা ম্যাচের প্রথম দিকেই গোল করেছি এবং সেটাই তাদের ভরাডুবির কারণ হয়েছে।’

দলের জয় নিয়ে ম্যাচ শেষে কথা বলেন বার্সা কোচ ফ্লিকও, ‘দল কি প্রথম মিনিট থেকেই আগ্রাসী খেলেছে? হ্যাঁ, সেটা গুরুত্বপূর্ণও ছিল। আমি যেমনটা আগেও বলেছি, কোয়ার্টার ফাইনালে কোনো দ্বিতীয় সুযোগ নেই এবং আজ (গতকাল) আমরা দারুণ খেলেছি। শুরু থেকেই আমরা মনোযোগী ছিলাম, সুযোগ তৈরি করেছি এবং গোল করেছি। আর সেটা আমাদের অনেক সহায়তাও করেছে।’

বার্সার জয়ের রাতে অন্য সেমিফাইনালে জয় পেয়েছে রিয়েল সোসিয়েদাদ। ওসাসুনাকে তারা হারিয়েছে ২–০ গোলে। এর ফলে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করা চার দল হলো রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা ও রিয়েল সোসিয়েদাদ। এই চার দলের মধ্যে তিন দল অর্থাৎ রিয়াল, আতলেতিকো ও বার্সা আছে লা লিগা পয়েন্ট তালিকার তিনে। আর সোসিয়েদাদের অবস্থান ১১ নম্বরে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী