কাগজে-কলমে এত বেশি শক্তিশালী দল ছিল না চিটাগং কিংস। তবে তারা এখন পৌঁছে গেছে ফাইনালে। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হারলেও দ্বিতীয়টিতে খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ বলে পেয়েছে রোমাঞ্চকর জয়। এমন ম্যাচের পর ফাইনালের আগের দিন চিটাগং কোনো অনুশীলন করেনি।
তাদের সময় কেটেছে টিম হোটেলেই। এদিন সন্ধ্যায় বিপিএল ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান কোচ শন টেইট ও তাঁর সহকারী এনামুল হক।
তুলনামূলকভাবে শক্তিতে পিছিয়ে থেকেও কীভাবে তারা ফাইনালে, এমন প্রসঙ্গে টেইট বলেছেন, ‘স্কোয়াডের মধ্যে আমরা বিশ্বাস ছড়িয়ে দিতে পেরেছি। ম্যাজিক হতেই পারে। ভালো জিনিস হলো, টুর্নামেন্টজুড়ে আমরা খুব বেশি কিছু পরিবর্তন আনিনি। আমরা এভাবেই টুর্নামেন্টে খেলেছি। কিছুটা ভাগ্যের সহায়তা আছে। তবে আমার মনে হয়, আমরা এখানে থাকার যোগ্য।’
ফাইনালে চিটাগংয়ের প্রতিপক্ষ ফরচুন বরিশাল, যারা গতবারের চ্যাম্পিয়ন। এবারও বরিশাল লিগ পর্বে সবার ওপরে থাকার পর প্রথম কোয়ালিফায়ারে হারিয়েছে চিটাগংকেই।
ফাইনালের আগে বরিশাল অধিনায়ক তামিম বলেছেন ‘শান্ত’ থাকার কথা। চিটাগং কিংসের হেড কোচ টেইটও মনোযোগ রাখতে চান নিজেদের দিকে। তবে আগের রাতে শেষ বলে গিয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে মনে করেন তিনি, ‘আমি আত্মবিশ্বাসী। বলব না আমরা অতি আত্মবিশ্বাসী। আপনি এটাকে পঞ্চাশ-পঞ্চাশ বলতে পারেন। আপনি এখন ফাইনালে। আমরা দারুণ একটি জয় পেয়েছি রাতে। এটা দলকে আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয়, আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা যদি জিতি, মানুষ অবাক হবে না। আমরা এমন একটি পরিস্থতিতেই আছি।’
আগামীকাল চিটাগং-বরিশালের বিপিএল ফাইনাল শুরু হবে সন্ধ্যা ছয়টায়।